
এনএনবি, ঢাকা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশে তিন
দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। পাশাপাশি তাঁর নামাজে জানাজার দিন বুধবার
(৩১ ডিসেম্বর ২০২৫) এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা
অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন। ভাষণে তিনি
বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমি তিন দিনের
রাষ্ট্রীয় শোক এবং তাঁর নামাজে জানাজার দিনে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করছি।’
প্রধান উপদেষ্টা বলেন, আজ পুরো জাতি গভীর শোক ও বেদনায় স্তব্ধ। দেশের
গণতান্ত্রিক রাজনীতির অন্যতম শীর্ষ নেতা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি
চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। তিনি ইন্না লিল্লাহি ওয়া
ইন্না ইলাইহি রাজিউন বলে শোক প্রকাশ করেন।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার ইন্তেকালে সরকার গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তাঁর
মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। এই শোকাবহ মুহূর্তে তিনি খালেদা
জিয়ার পরিবার, রাজনৈতিক সহকর্মী এবং অসংখ্য কর্মী-সমর্থকের প্রতি সমগ্র জাতির
পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান। একই সঙ্গে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন,
যেন তিনি সবাইকে এই গভীর শোক কাটিয়ে ওঠার শক্তি দান করেন।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, খালেদা জিয়া
বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য ও মহিমান্বিত ব্যক্তিত্ব ছিলেন। গণতন্ত্র,
বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা
ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁর আপসহীন
নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন অবস্থা থেকে উত্তরণের পথ দেখিয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণমুখী নেতৃত্ব এবং
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবিচল অবস্থান জাতির ইতিহাসে
অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একজন দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা
কখনো পূরণ হওয়ার নয়।
শোকাবহ এই সময়ে সবাইকে সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে আচরণের আহ্বান জানিয়ে
অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘আসুন, আমরা সবাই মহান আল্লাহর দরবারে বেগম
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। একই সঙ্গে এই কঠিন সময়ে জাতিগত
ঐক্য বজায় রাখি।’ তিনি শোককে কেন্দ্র করে কোনো ধরনের অস্থিতিশীলতা বা নাশকতার
অপচেষ্টা রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
খালেদা জিয়ার জানাজাসহ সব ধরনের শোকানুষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখার জন্যও তিনি
সবার সহযোগিতা কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, শোকের এই সময়ে জনগণ ধৈর্যের
পরিচয় দেবে এবং সকল আনুষ্ঠানিকতা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট
কর্তৃপক্ষকে সহযোগিতা করবে।
COMMENTS