
এনএনবি, ঢাকা
দেশে মুঠোফোন শিল্পকে উৎসাহিত করতে আমদানি ও স্থানীয় উৎপাদিত মুঠোফোনে শুল্কছাড়
দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মুঠোফোন আমদানিতে কাস্টমস
ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ
সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সিদ্ধান্তগুলোর
কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আমদানিকৃত
মুঠোফোনের ওপর কাস্টমস ডিউটি উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। পাশাপাশি দেশে মুঠোফোন
উৎপাদনকারীদের জন্য শুল্কহার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
এই শুল্কছাড়ের ফলে দেশের মুঠোফোন শিল্পে নতুন গতি আসবে বলে আশা করছে সরকার। এতে
স্থানীয় উৎপাদন বাড়বে এবং বিদেশি বিনিয়োগকারীরাও বাংলাদেশে মুঠোফোন উৎপাদনে
আগ্রহী হবেন বলে মনে করা হচ্ছে।
COMMENTS