
মোহাম্মদ মোরশেদ আলম
গাজীপুরস্থ বরিশাল বিভাগীয় জনকল্যাণ ক্লাবের উদ্যোগে ১০ম বার্ষিক বনভোজন,
ক্রীড়া প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলনমেলা অনুষ্ঠিত
হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) দিনব্যাপী মহানগরীর কোনাবাড়ী এলাকার একটি স্থানীয়
রিসোর্টে এ আয়োজন করা হয়।
মিলনমেলায় ক্লাবের সদস্যরা পরিবার-পরিজনসহ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বরিশাল
বিভাগীয় জনকল্যাণ ক্লাবের সভাপতি হুমায়ুন কবির বাদলের সভাপতিত্বে এবং সাংগঠনিক
সম্পাদক মো. কবির খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর
মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন
গাজীপুর-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. মজিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মো. শওকত হোসেন সরকার বলেন, দীর্ঘ ১৮ বছর পর বিএনপির
ভারপ্রাপ্ত চেয়ারম্যান, গণমানুষের নেতা দেশনায়ক তারেক রহমান দেশে ফিরে আসায়
সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তিনি আশা প্রকাশ
করেন, আসন্ন জাতীয় নির্বাচনে জনগণ বিপুল ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে
বিজয়ী করবে। তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে বরিশাল বিভাগীয়
জনকল্যাণ ক্লাবের উন্নয়নমূলক সব কর্মকাণ্ডে গাজীপুর মহানগর বিএনপি সর্বদা পাশে
থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল
হোসেন, সাংগঠনিক সম্পাদক তানভিরুল ইসলাম রাজীব, কোনাবাড়ী প্রেসক্লাবের সভাপতি
মোরশেদ আলম, সাধারণ সম্পাদক অজয় সরকার ঝুটন, কোনাবাড়ী পপুলার হসপিটালের
ব্যবস্থাপনা পরিচালক কাজী নজরুল ইসলাম, কোনাবাড়ী মেট্রো স্কুল অ্যান্ড কলেজের
সভাপতি আখতারুজ্জামানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
COMMENTS