
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর পাবনা ও ফরিদপুর জেলার চারটি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশ্লিষ্ট আসনগুলো হলো পাবনা-১, পাবনা-২, ফরিদপুর-২ ও ফরিদপুর-৪। হাইকোর্টের নির্দেশনার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এর আগে তফসিল ঘোষণার পূর্বে ইসি গাজীপুরে একটি আসন কমিয়ে এবং বাগেরহাটে একটি আসন পুনর্বহাল করে সীমানা পুনর্নির্ধারণ করেছিল। তফসিল ঘোষণার পর আরও চারটি আসনের সীমানা পরিবর্তনের ঘটনা সাম্প্রতিক নির্বাচনগুলোর ক্ষেত্রে নজিরবিহীন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ইসির সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রকাশিত গেজেট অনুসারে পাবনা-১ আসনের আওতায় অন্তর্ভুক্ত হয়েছে সাঁথিয়া উপজেলা এবং বেড়া উপজেলার বেড়া পৌরসভা, হাটুরিয়া নাকালিয়া, নতুন ভারেঙ্গা, চাকলা ও কৈটোলা ইউনিয়ন।
পাবনা-২ আসনের সীমানায় যুক্ত হয়েছে সুজানগর উপজেলা এবং বেড়া উপজেলার অবশিষ্ট অংশ, তবে বেড়া পৌরসভা ও উল্লিখিত পাঁচটি ইউনিয়ন এর বাইরে রাখা হয়েছে।
অন্যদিকে ফরিদপুর-২ আসনের সীমানায় অন্তর্ভুক্ত করা হয়েছে নগরকান্দা ও সালথা উপজেলা। ফরিদপুর-৪ আসনের আওতায় যুক্ত হয়েছে ভাঙ্গা, চরভদ্রাসন ও সদরপুর উপজেলা।
COMMENTS