
এনএনবি, ঢাকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলতি সপ্তাহেই রোডম্যাপ প্রকাশ করা হবে
বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার (১৮ আগস্ট ২০২৫) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান,
রোডম্যাপের খসড়া তৈরি সম্পন্ন হয়েছে। এটি কমিশনে অনুমোদনের পর এ সপ্তাহেই
প্রকাশ করা হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের প্রয়োজন নেই জানিয়ে সচিব বলেন, `এ মুহূর্তে
নিরাপত্তা নিয়ে আমাদের কোনো চিন্তার কারণ নেই। প্রত্যেকে নিজের দায়িত্ব
সঠিকভাবে পালন করলে স্বাভাবিকভাবেই সবকিছু গুছিয়ে যাবে।'
তিনি আরও জানান, মাঠ প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন, সমন্বয় প্রক্রিয়া,
ফোকাল পারসন নির্ধারণ, পরিপত্র ও নির্দেশনা প্রণয়ন এসব বিষয়ে কমিশনে বৈঠক চলছে।
সময়ের আগেই প্রস্তুতি সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) থেকে সীমানা আপত্তি শুনানি শুরু হবে জানিয়ে আখতার
আহমেদ বলেন, ৩০০ আসনের মধ্যে ৮৩ আসন নিয়ে দেড় হাজারেরও বেশি দাবি-আপত্তি জমা
পড়েছে। দ্রুত শুনানি শেষে নিষ্পত্তি করা হবে।
ভোটকেন্দ্র প্রসঙ্গে সচিব বলেন, `বর্তমানে প্রায় পৌনে ১৩ কোটি ভোটার।
নীতিগতভাবে ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে না। তবে যৌক্তিক প্রয়োজনে পরিবর্তন
হতে পারে। ভোটার উপস্থিতি সমন্বয়ের মাধ্যমেই আমরা বিষয়টি সামাল দিতে চাই।'
তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ স্থাপনের বিষয়ে তিনি জানান, বিষয়টি কমিশনের
আলোচনায় আসেনি। তবে সরকার সিদ্ধান্ত নিলে কমিশন বিবেচনা করবে।
দল নিবন্ধন প্রসঙ্গে সচিব বলেন, `প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হওয়া ২২ দলের
কার্যালয় ও কমিটির বিষয়ে তদন্ত শুরু হয়েছে। বাদ পড়া ১২১ দলকেও চিঠি দেওয়া
হচ্ছে, যেখানে স্পষ্টভাবে জানানো হবে কোন শর্ত পূরণ না করায় তাদের আবেদন
বিবেচনা করা যায়নি।'
COMMENTS