
এনএনবি, ঢাকা
প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল ‘মতুয়া রত্ন সম্মান–২০২৫’
পাচ্ছেন। মতুয়া সম্প্রদায়কে নিয়ে নির্মিত তাঁর প্রামাণ্যচিত্র ‘মতুয়া মঙ্গল’-এর
জন্য সর্বভারতীয় মতুয়া মহাসংঘ এ সম্মাননা দিচ্ছে।
আগামী শনিবার (৩১ আগস্ট ২০২৫) পশ্চিমবঙ্গের বনগাঁর ত্রিকোণ পার্কের নীলপদ্ম
অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে পুরস্কারটি তুলে দেওয়া হবে।
প্রামাণ্যচিত্রটিতে মতুয়া জনগোষ্ঠীর প্রায় দুই শতকের ইতিহাস, ধর্মীয়–আধ্যাত্মিক
দর্শন, জীবনধারা, সামাজিক–অর্থনৈতিক প্রেক্ষাপট ও সমসাময়িক চ্যালেঞ্জ ফুটিয়ে
তোলা হয়েছে। এতে মতুয়া নেতৃবৃন্দ ও সম্প্রদায়ের নারী–পুরুষের সাক্ষাৎকারও
অন্তর্ভুক্ত রয়েছে।
গত ১২ জুলাই ২০২৫ রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে চলচ্চিত্রটির উদ্বোধনী
প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে কিনো–আই ফিল্মসের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশিত হয়।
বাংলাদেশ ছাড়াও ভারতের ঠাকুরনগর, আন্দামান, উত্তরাখণ্ড ও দণ্ডকারণ্যে শুটিং করা
হয়েছে ‘মতুয়া মঙ্গল’-এর জন্য। গণ-অর্থায়নে নির্মিত এ প্রামাণ্যচিত্রটি প্রযোজনা
করেছে কিনো–আই ফিল্মস।
COMMENTS