
আন্তর্জাতিক ডেস্ক
পশ্চিম তুরস্কের সিন্দিরগি এলাকায় ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত
এনেছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (এএফএডি) জানিয়েছে, এতে অন্তত একজন
নিহত এবং ২৯ জন আহত হয়েছেন।
আঙ্কারা থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, রবিবার ( ১০ আগস্ট, ২০২৫) সন্ধ্যায়
আঘাত আনা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সিন্দিরগি শহর। ইস্তাম্বুল ও
পর্যটনকেন্দ্র ইজমিরসহ পশ্চিমাঞ্চলের বিভিন্ন শহরে কম্পন অনুভূত হয়।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, সিন্দিরগিতে ধসে পড়া একটি
ভবনের ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধারের পর ৮১ বছর বয়সী এক ব্যক্তি মারা যান।
ভূমিকম্পে ১৬টি ভবন ধসে পড়ে, যার মধ্যে চারটিতে মানুষ বসবাস করছিল। শহরের
কেন্দ্রস্থলের একটি তিন তলা ভবন থেকেও কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়।
মেয়র সেরকান সাক এনটিভিকে বলেন, ধ্বংসস্তূপ থেকে চারজনকে উদ্ধার করা হয়েছে, আরও
দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে। এএফএডি জানিয়েছে, প্রায় ৩১৯ জন উদ্ধারকর্মী
ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছেন।
ভূমিকম্পটি স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে (১৬৫৩ জিএমটি) আঘাত হানে, এবং এর
পর ৩ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৬ মাত্রার প্রায় ২০টি আফটারশক অনুভূত হয়।
তুরস্ক ভূমিকম্পপ্রবণ দেশ, যা বেশ কয়েকটি ভূতাত্ত্বিক ফল্ট লাইনের ওপর অবস্থিত।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ৫৩ হাজার
মানুষের মৃত্যু হয়েছিল এবং প্রাচীন শহর আন্তাকিয়া ধ্বংস হয়ে গিয়েছিল। চলতি
বছরের জুলাইতেও একই অঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে একজন নিহত ও ৬৯ জন আহত
হন।
COMMENTS