![]() |
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিন। |
এনএনবি, ঢাকা
“বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের” নামে শিক্ষার্থীদের চলমান কোটা সংস্কার আন্দোলনের প্রভাবে রাজধানীবাসীর চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ মহিদ উদ্দিন।
পুলিশ পেশাদারিত্বের স্থান থেকে আন্দোলনের সুযোগ দিয়েছে। তবে নতুন করে আন্দোলনের নামে সড়ক অবরোধ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেনি তিনি।
আজ বৃহস্পতিবার (১১ জুলাই, ২০২৪) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, “গতকাল (বুধবার) উচ্চ আদালতের রায়ে কোটায় বিষয়ে ৪ সপ্তাহের স্থগিত আদেশ দিয়েছে। ফলে আমরা মনে করি, এখন কোটা আন্দোলনের যৌক্তিকতা নেই।”
এদিকে. কোটা সংস্কার আন্দোলনে ঘোষিত এক দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে সারাদেশে অর্ধদিবস “বাংলা ব্লকেড” কর্মসূচি রয়েছে। দেশের গুরুত্বপূর্ণ স্থানের পাশাপাশি হাইওয়ে এবং রেলপথও এই ব্লকেডের আওতায় থাকবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা।
“বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের” নামে শিক্ষার্থীদের চলমান কোটা সংস্কার আন্দোলনের প্রভাবে রাজধানীবাসীর চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ মহিদ উদ্দিন।
পুলিশ পেশাদারিত্বের স্থান থেকে আন্দোলনের সুযোগ দিয়েছে। তবে নতুন করে আন্দোলনের নামে সড়ক অবরোধ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেনি তিনি।
আজ বৃহস্পতিবার (১১ জুলাই, ২০২৪) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, “গতকাল (বুধবার) উচ্চ আদালতের রায়ে কোটায় বিষয়ে ৪ সপ্তাহের স্থগিত আদেশ দিয়েছে। ফলে আমরা মনে করি, এখন কোটা আন্দোলনের যৌক্তিকতা নেই।”
এদিকে. কোটা সংস্কার আন্দোলনে ঘোষিত এক দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে সারাদেশে অর্ধদিবস “বাংলা ব্লকেড” কর্মসূচি রয়েছে। দেশের গুরুত্বপূর্ণ স্থানের পাশাপাশি হাইওয়ে এবং রেলপথও এই ব্লকেডের আওতায় থাকবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা।
COMMENTS