
এনএনবি, ঢাকা
প্রয়াত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদীর পরিবারের জন্য মোট ২ কোটি টাকা
আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ঢাকায় আবাসনের জন্য ১
কোটি টাকা এবং পরিবারের জীবিকা নির্বাহের উদ্দেশ্যে আরও ১ কোটি টাকা বরাদ্দ
দেওয়া হবে।
বুধবার (২১ জানুয়ারি ২০২৫) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের
সম্মেলনকক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে
সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, হাদীর পরিবারের জন্য সহায়তা দুটি পৃথক খাতে দেওয়া হচ্ছে। অর্থ
মন্ত্রণালয়ের মাধ্যমে একটি ফ্ল্যাট বা বাড়ি কেনার জন্য সর্বোচ্চ ১ কোটি টাকা
বরাদ্দ রাখা হয়েছে, যা প্রয়োজন অনুযায়ী ব্যয় হবে। পাশাপাশি প্রধান উপদেষ্টার
তহবিল থেকে পরিবারের দৈনন্দিন জীবনযাপন ও ভবিষ্যৎ নিরাপত্তার জন্য আরও ১ কোটি
টাকা দেওয়া হবে।
অর্থ উপদেষ্টা জানান, আবাসন সহায়তার অর্থ বরাদ্দের প্রস্তাব ইতোমধ্যে অর্থ
মন্ত্রণালয় থেকে অনুমোদন পেয়েছে।
উল্লেখ্য, শরিফ ওসমান বিন হাদী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসন থেকে
স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল
ঘোষণার পরদিন, গত ১২ ডিসেম্বর ২০২৫ ঢাকার পল্টন থানাধীন বক্স কালভার্ট রোড
এলাকায় তিনি গুলিবিদ্ধ হন।
গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর
করা হয়। পরে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে
নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
COMMENTS