প্রথমে ৪, পরে ১২ ও বর্তমানে ২৭নং ওয়ার্ডের সাবেক ১৭ বছরের সফল কমিশনার মরহুম আব্দুর রশিদ কমিশনার এর নামে নগরীর সাবেক হেলাল জুট প্রেস রোডের নাম পরিবর্তন করে রশিদ কমিশনার রোড নাম করণ করা হয়। যা ২৯ সেপ্টেম্বর/২০২২ ইং তারিখে রংপুর সিটি কর্পোরেশনের সাধারণ সভায় রশিদ কমিশনারের নামে রোডটি নাম করণ করে পাশ করা হয়।
গতকাল শুক্রবার বিকেলে রোডটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রশিদ কমিশনার রোডের উদ্বোধন কালে রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার পক্ষে উপস্থিত ছিলেন ২১,২৬,২৭ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা সুলতানা মলি, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ সনু, মরহুম রশিদ কমিশনারের ছেলে রবিউল ইসলাম, লিটন, লেলিন, লিংকনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

COMMENTS