
এনএনবি ডেস্ক
সব জল্পনার অবসান ঘটিয়ে বিহার বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে
ক্ষমতায় ফিরল বিজেপি–নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)। ২৪৩টি আসনের
মধ্যে ২০২টিতে জয় পেয়ে জোটটি আবারও সরকার গঠন করছে। বিপরীতে রাষ্ট্রীয় জনতা দল
(আরজেডি) নেতৃত্বাধীন মহাজোট ভরাডুবির মুখে পড়ে মোটে ৩৫টি আসন পেয়েছে—বিহারের
নির্বাচনী ইতিহাসে যা অন্যতম নিম্নতম ফল।
একক দল হিসেবে সর্বোচ্চ ২৩ শতাংশ ভোট পেয়েছে আরজেডি, তবুও আসন সংখ্যায় তাদের
অবস্থা সবচেয়ে শোচনীয়। বিজেপির (২০.০৭ %) চেয়ে ২.৯২ শতাংশ এবং জেডিইউর (১৯.২৬
%) চেয়ে ৩.৭৫ শতাংশ বেশি ভোট পেলেও তেজস্বী যাদবের দল এবার মাত্র ২৫টি আসন
জিততে সক্ষম হয়েছে। ২০২০ সালের নির্বাচনের তুলনায় এটি আরজেডির ব্যাপক পতন—তখন
তারা ৭৫টি আসন পেয়েছিল।
তবে নিজেদের ঘাঁটি রাঘোপুর আসনে নাটকীয় লড়াই শেষে জয় পেয়েছেন তেজস্বী যাদব।
জোটসঙ্গীদের ভরাডুবি
মহাজোটের শরিক কংগ্রেসের ভরাডুবি এবার সবচেয়ে দৃষ্টিকাড়া। দলটি ৬১টি আসনে লড়ে
জিতেছে মাত্র ৬টি আসনে—২০১০ সালের পর যা তাদের দ্বিতীয় সর্বনিম্ন ফল। সিপিআই
(এমএল) পেয়েছে ২টি, সিপিআই (এম) একটি এবং সিপিআই কোনো আসন পায়নি।
সব মিলিয়ে মহাজোটের আসনসংখ্যা দাঁড়িয়েছে মাত্র ৩৫টি।
এনডিএর জয়ের পরিসংখ্যান
বিজেপি, জেডিইউসহ এনডিএর শরিকদের আসনসংখ্যা:
বিজেপি : ৮৯
জেডিইউ : ৮৫
এলজেপি (আরভি) : ১৯
এইচএএম : ৫
আরএলএম : ৪
বিজেপি ও জেডিইউ—দুই দলেরই ভোটের হার গতবারের তুলনায় বেড়েছে। বিজেপির ভোট ১৯.৪৬
% থেকে বেড়ে ২০.০৭ %, আর জেডিইউর ভোট ১৫.৩৯ % থেকে বেড়ে ১৯.২৬ % দাঁড়িয়েছে।
বিএসপির চমক
এবার একটি আসনে জয় পেয়েছে মায়াবতীর বহুজন সমাজ পার্টি (বিএসপি)। রামগড় আসনে
মাত্র ৩০ ভোটে বিজেপিকে হারিয়েছেন তাদের প্রার্থী সতীশ কুমার যাদব—এ আসনে ২০০৫
সাল থেকে পালাবদল হচ্ছিল আরজেডি ও বিজেপির মধ্যে।
প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি এবং মুকেশ সাহানির ভিআইপি এবার কোনো আসনই
পায়নি।
বিরোধীদের ক্ষোভ
বিরোধীদলগুলো ফল ঘোষণার পর নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক্সে লেখেন, “বিহারের ফল বিস্ময়কর, নির্বাচন শুরু
থেকেই নিরপেক্ষ ছিল না।”
কংগ্রেস সভাপতি খাড়গে বলেন, “গণতন্ত্র দুর্বল করার যেকোনো প্রয়াসের বিরুদ্ধে
লড়াই চলবে।”
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ইসিআইয়ের তীব্র সমালোচনা করে বলেন,
“নির্বাচন কমিশনের সুনাম এখন সর্বনিম্ন পর্যায়ে।”
ভোটার উপস্থিতির নতুন রেকর্ড
দুই দফায়—৬ ও ১১ নভেম্বর—বিহারে ভোট অনুষ্ঠিত হয়। ভোটার উপস্থিতি ছিল ৬৬
শতাংশের বেশি, যা ১৯৫১ সালের পর সর্বোচ্চ। পুরুষ ভোটারের (৬২.৮ %) তুলনায় নারী
ভোটারের উপস্থিতি ছিল উল্লেখযোগ্যভাবে বেশি—৭১.৬ %।
বিহারের এই নির্বাচনী ফলাফল ভারতের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে বলে
পর্যবেক্ষকদের মত।
COMMENTS