সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেছেন-“প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অনেক উন্নয়নমুলক কাজ চলমান রয়েছে। ঢাকা -রংপুর মহাসড়কের ফোর লেন কাজের শতকরা ৮০ ভাগ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। অবশ্য ভূমি অধিগ্রহণের জটিলতায় কাজের গতি কিছুটা বিলম্বিত হয়েছে। আশা করা যায় এ বছরের শেষের দিকে সম্পন্ন হবে মহাসড়কের কাজ।
গতকাল শুক্রবার দুপুরেু রংপুর টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর ঢাকা মহাসড়কের নির্মাণাধীন ফোর লেন কাজের পরিদর্শনে এসে রংপুরের পীরগঞ্জ ফতেপুরে আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। এ সময় উপস্থিত ছিলেন, রংপুর সড়ক বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: সুরুজ মিয়া , রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক একেএম ছায়াদত হোসেন বকুল, পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায় ,সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা,সহ অনেকে এ সময় তাঁর সাথে ছিলেন।

COMMENTS