
এনএনবি, ঢাকা
সময়টা যেন পুরোপুরি মোস্তাফিজুর রহমানের। সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের
(আইপিএল) নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে দল পেয়েছেন বাঁহাতি এই পেসার। এর আগে
ইন্টারন্যাশনাল লিগ টি–টোয়েন্টিতে (আইএল টি–টোয়েন্টি) দুবাই ক্যাপিটালসের হয়ে
নজরকাড়া পারফরম্যান্স উপহার দেন। এবার ক্যারিয়ারে যোগ হলো আরও একটি বড় অর্জন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের কারণে আইএল টি–টোয়েন্টির মাঝপথে
দেশে ফিরে রংপুর রাইডার্সে যোগ দেন মোস্তাফিজ। একবারের শিরোপাধারীদের হয়ে
দুর্দান্ত ফর্মে থাকা এই বোলার সিলেট টাইটানসের বিপক্ষে ম্যাচে
টি–টোয়েন্টি ক্রিকেটে ৪০০ উইকেটের ক্লাবে প্রবেশ করেন।
শুক্রবার (০২ জানুয়ারি ২০২৬) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে
ব্যাট করতে নামে স্বাগতিক সিলেট। ইনিংসের পঞ্চম ওভারের দ্বিতীয় বলে মেহেদি
হাসান মিরাজকে আলিস আল ইসলামের হাতে ক্যাচ বানিয়ে ক্যারিয়ারের ৪০০তম
টি–টোয়েন্টি উইকেটটি তুলে নেন মোস্তাফিজ। এর মাধ্যমে তিনি দ্বিতীয় বাংলাদেশি
হিসেবে এই কীর্তি গড়লেন।
টি–টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব আল
হাসান। এই ফরম্যাটে তার সংগ্রহ ৫০৭ উইকেট। সাকিব ৩৫৩ ম্যাচে ৪০০ উইকেটের
মাইলফলক ছুঁলেও মোস্তাফিজের লেগেছে মাত্র ৩১৫ ম্যাচ।
এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রুবেল হোসেন, যিনি ১৮৫ উইকেট নিয়েছেন। চতুর্থ
স্থানে থাকা মোহাম্মদ সাইফ উদ্দীনের উইকেট ১৭৮টি। আর পাঁচ নম্বরে আছেন শেখ
মেহেদি হাসান, যার ঝুলিতে রয়েছে ১৭৬টি টি–টোয়েন্টি উইকেট।
COMMENTS