
এনএনবি, ঢাকা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই সনদ নিয়ে সমঝোতায় পৌঁছানো
ছাড়া আর কোনো পথ নেই। তিনি জানান, ছাত্র-জনতার অভ্যুত্থান যে নবযাত্রার সুযোগ
এনে দিয়েছে, তার একমাত্র সমাধান হলো সমঝোতার পথে এগিয়ে নতুন বাংলাদেশ গঠন করা।
রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য
কমিশনের তৃতীয় দফা সংলাপের দ্বিতীয় দিনে তিনি এ কথা বলেন। এ সময় তিনি জানান,
রাজনৈতিক দলগুলোর দেওয়া বক্তব্য তিনি টেলিভিশনের মাধ্যমে শুনেছেন এবং কমিশন
গঠনের কার্যক্রম এগোচ্ছে।
ড. ইউনূস বলেন, সমঝোতা প্রক্রিয়া শুধু বাংলাদেশের জন্য নয়, বরং বৈশ্বিক
দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলো শেষ ধাপটি
সফলভাবে সম্পন্ন করে পৃথিবীর সামনে এক অনুকরণীয় নজির স্থাপন করবে।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে পুনর্ব্যক্ত করে
প্রধান উপদেষ্টা জানান, এ নির্বাচন কেবল ভোট নয়, বরং জাতির “নবজন্মের মহোৎসব”
হবে। তিনি আরও বলেন, স্বৈরাচার ফিরে আসার সব পথ বন্ধ করতে হবে এবং জাতীয় ঐক্যের
মাধ্যমে বড় পরিবর্তনের দিকে এগোতে হবে।
ঐকমত্য কমিশনের বৈঠকে সভাপতিত্ব করেন সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। সঞ্চালনায়
ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (জাতীয় ঐকমত্য কমিশন) মনির হায়দার। এ সময়
বক্তব্য দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন
আহমদ, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এনসিপির
সদস্যসচিব আখতার হোসেন প্রমুখ।
COMMENTS