
এনএনবি ডেস্ক
বিশ্বে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) মন্ত্রীর দায়িত্ব দিল
আলবেনিয়া। অনলাইনে সরকারি সেবা দিতে নাগরিকদের সহায়তা করে আসা ডিজিটাল
অ্যাসিস্ট্যান্ট ‘ডিয়েলা’কে দুর্নীতি দমনের জন্য মন্ত্রী ঘোষণা করেছেন দেশটির
প্রধানমন্ত্রী এডি রামা।
আলবেনীয় ভাষায় ‘ডিয়েলা’ শব্দের অর্থ সূর্য। চলতি বছরের জানুয়ারি থেকে
‘ই-আলবেনিয়া’ রাষ্ট্রীয় পোর্টালে এই ভার্চুয়াল সহকারী নাগরিকদের বিভিন্ন সেবায়
সাহায্য করছে। এবার সরকারি ক্রয় ও টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতি কমাতে তাকে
সরাসরি দায়িত্ব দেওয়া হলো।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) এক সম্মেলনে এডি রামা জানান, শারীরিকভাবে
অনুপস্থিত হলেও ডিয়েলা এখন তাঁর মন্ত্রিসভার আনুষ্ঠানিক সদস্য। তিনি বলেন,
“সরকারি ব্যয় শতভাগ দুর্নীতিমুক্ত করতে এআই আমাদের পথ দেখাবে।”
রামা আরও জানান, ধাপে ধাপে সরকারি টেন্ডারের বিজয়ী নির্ধারণের কাজ মন্ত্রণালয়
থেকে সরিয়ে ডিয়েলার হাতে দেওয়া হবে। চুক্তি মূল্যায়ন ও পর্যালোচনা করাও করবে
এআই মন্ত্রী। এতে ব্যয় সংক্রান্ত প্রতিটি ধাপ হবে স্বচ্ছ।
আলবেনিয়ায় দীর্ঘদিন ধরে সরকারি টেন্ডার দুর্নীতির অভিযোগ রয়েছে। বিশেষজ্ঞদের
মতে, দেশটি আন্তর্জাতিক অপরাধচক্রের ঘাঁটিতে পরিণত হয়েছে, যেখানে মাদক ও অস্ত্র
চোরাচালান থেকে অর্থ সাদা করা হয় এবং দুর্নীতি সরকারের শীর্ষ স্তর পর্যন্ত
বিস্তৃত।
এ উদ্যোগকে আলবেনীয় গণমাধ্যম স্বাগত জানালেও সংশয়ও রয়েছে। অনেকেই মনে করছেন,
রাজনৈতিক সংস্কৃতি অপরিবর্তিত থাকলে ‘ডিয়েলাও’ শেষ পর্যন্ত দুর্নীতির ছায়ায়
ঢেকে যেতে পারে।
COMMENTS