
এনএনবি, ঢাকা
যুক্তরাষ্ট্র থেকে আরও ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে, তবে এবারও তাঁদের
হাতকড়া ও শেকলে বাঁধা অবস্থায় আনা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) রাত
১১টার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাঁদের বহনকারী বিশেষ
চার্টার্ড উড়োজাহাজ। অবতরণের পর রানওয়েতে তাঁদের শেকল খোলা হয় এবং রাত ২টার
দিকে কঠোর নিরাপত্তায় অ্যারাইভাল গেটে আনা হয়। পুরো প্রক্রিয়ায় বাইরের কাউকে
কাছে যাওয়া বা ছবি তুলতে দেওয়া হয়নি। ফেরত আসাদের মধ্যে একজন নারীও ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ যাত্রা ও শেকলে বাঁধা থাকার কারণে যাত্রীরা
শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন। নোয়াখালীর ২২ বছর বয়সী ফেরতপ্রাপ্ত
আব্দুল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দেশে ফেরার হতাশা তো আছেই, তার ওপর
টেররিস্টের মতো শেকল বেঁধে ফেরা—এমন অভিজ্ঞতা যেন আর কারও না হয়।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থার বিশেষ টিম, পাশাপাশি যুক্তরাষ্ট্র
দূতাবাসের কর্মকর্তারাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন। পরবর্তীতে বেসরকারি সংস্থা
ব্র্যাক ফেরতপ্রাপ্তদের নিজ বাড়ি পৌঁছাতে অর্থসহায়তা দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে
অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান জোরদার হয়েছে। গত কয়েক মাসে অন্তত ১৮০ জন
বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে ফেরত
পাঠানোর সময় হাতকড়া ও শেকল ব্যবহারের অভিযোগ নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ২
আগস্ট ২০২৫ সি-১৭ সামরিক উড়োজাহাজে করে পাঠানো ৩৯ বাংলাদেশিকেও একইভাবে বেঁধে
পাঠানো হয়েছিল।
ফেরত আসাদের অভিযোগ, প্রায় ৬০ ঘণ্টার যাত্রায় তাঁদের হাত-পায়ে বাঁধা অবস্থায়
শুধু রুটি ও পানি খেতে দেওয়া হয়। এমনকি টয়লেট ব্যবহারের সময়ও কর্মকর্তারা সঙ্গে
থেকে আবার শেকল পরিয়ে দিতেন।
অভিবাসন বিশেষজ্ঞদের মতে, সাধারণ অভিবাসীদের শেকল পরানো আন্তর্জাতিক মানবাধিকার
নীতির পরিপন্থী। ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন, ‘মানুষ ভালো
জীবনের আশায় অভিবাসন চেষ্টা করবেই। তবে ফেরত পাঠানোর প্রক্রিয়া মানবিক হতে হবে।
ঘণ্টার পর ঘণ্টা শেকল বেঁধে রাখা অত্যন্ত দুঃখজনক এবং এটি মানুষের জীবনে স্থায়ী
ট্রমা তৈরি করে।’
২০১৬ সালেও একইভাবে ২৭ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল, যা দেশে তীব্র
প্রতিক্রিয়ার জন্ম দিয়েছিল। নতুন এ ঘটনার পর মানবাধিকার ও মর্যাদা প্রশ্নে
আবারও বিতর্ক দেখা দিয়েছে।
COMMENTS