
বাংলা সাহিত্যের অন্তর্লীন শক্তি হলো মানুষের অন্তরের সাথে মানুষের সংযোগ। সেই সংযোগকে দৃঢ় করার লক্ষ্য নিয়ে ‘সাহিত্য অমনিবাস’ এবার গাজীপুরে শুরু করছে নিয়মিত মাসিক সাহিত্য আসর ‘গাজীপুর সাহিত্য আসর’। আগামী শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টায় গাজীপুর শহরের শিববাড়িস্থ গাজীপুর মিডিয়া সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই আসরের প্রথম আনুষ্ঠানিক আয়োজন।
গত কয়েক মাস ধরে ‘সাহিত্য অমনিবাস’ আয়োজন করেছে সাতটি সাপ্তাহিক সাহিত্যচর্চা আসর। কবিতা পাঠ, গল্প বলা, প্রবন্ধ উপস্থাপন, নাট্যাংশ, আলোচনা- সব মিলিয়ে সেগুলো হয়ে উঠেছিল সাহিত্যানুরাগীদের প্রাণবন্ত মিলনমেলা। সেই অভিজ্ঞতার আলোকে এবার গাজীপুর সাহিত্য আসরকে নিয়মিত রূপ দেওয়া হলো মাসিক আয়োজনে। প্রতি মাসের প্রথম শনিবার সাহিত্যপ্রেমীরা একত্র হবেন এই আসরে।
শুধু কবিতা পাঠ নয়, এই আসরে থাকছে আবৃত্তি, গল্প বলা, প্রবন্ধ আলোচনা, নাট্যাংশ পরিবেশনা, সাহিত্য বিশ্লেষণ, বই পরিচিতি, পাঠ প্রতিক্রিয়া ও কর্মশালা। পাশাপাশি ধীরে ধীরে যুক্ত হবে সাহিত্য পুরস্কার, স্বীকৃতি ও সম্মাননা প্রদান, তরুণ লেখকদের জন্য প্রশিক্ষণ এবং নতুন লেখনী প্রকাশনার উদ্যোগ। গাজীপুর সাহিত্য আসর হতে চলেছে এমন এক পরিসর, যেখানে সাহিত্যের সব শাখা একত্রে প্রস্ফুটিত হবে।
‘সাহিত্য অমনিবাস’-এর যাত্রা শুরু হয়েছিল গাজীপুর থেকে, কিন্তু স্বপ্ন এখন অনেক বড়। রাজধানী ঢাকায় শুরু হয়েছে নিয়মিত মাসিক সাহিত্য আসর। একই ধাঁচে দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়েও স্থানীয় সাহিত্য আসর গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। কেবল দেশেই নয়, আগামী দিনে আয়োজন করা হবে আন্তর্জাতিক সাহিত্য উৎসব যেখানে প্রবাসী লেখক ও বিশ্বসাহিত্যও যুক্ত হবে।
এই সাহিত্য আসরে আমন্ত্রণ জানানো হয়েছে কবি, গল্পকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, নাট্যকার, অনুবাদক, সাহিত্য সমালোচক, গবেষক, আবৃত্তিশিল্পী, প্রচ্ছদ শিল্পী ও ইলাস্ট্রেটর, সাহিত্যসংশ্লিষ্ট অভিনয় ও সংগীতশিল্পী, প্রকাশক, সম্পাদকসহ সব ধরনের সাহিত্যসংশ্লিষ্ট মানুষদের। উদ্দেশ্য একটাই: সাহিত্যকে সকলের জন্য উন্মুক্ত করা এবং সাহিত্যের মাধ্যমে সকলের কল্যাণ নিশ্চিত করা।
‘সাহিত্য অমনিবাস’-এর মূল দর্শন “সকলের জন্য সাহিত্য, সকলের কল্যাণে সাহিত্য।” সৌন্দর্য ও সৃষ্টির চেতনায় অনুপ্রাণিত হয়ে এ উদ্যোগ ধীরে ধীরে জাতীয় ও আন্তর্জাতিক সাহিত্য আন্দোলনে রূপ নিতে যাচ্ছে।
COMMENTS