
এনএনবি ডেস্ক
নেপালে দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমেছে জেন-জি প্রজন্ম।
সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) রাজধানী কাঠমান্ডুর নয়া বাণেশ্বরে পার্লামেন্ট ভবনের ভেতরে প্রবেশের পর তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
স্থানীয় গণমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানায়, সংঘর্ষে আহতদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সিভিল হাসপাতালের নির্বাহী পরিচালক মোহন চন্দ্র রেগমি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের পরিচয় এখনো জানা যায়নি।
সংঘর্ষে কয়েক ডজন তরুণ আহত হয়েছেন। তাদের সিভিল হাসপাতাল, এভারেস্ট হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিক্ষোভকারীরা পার্লামেন্ট চত্বরে প্রবেশ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ জলকামান, টিয়ারগ্যাস ও গুলি ছুড়লে পরিস্থিতি আরও সহিংস হয়ে ওঠে। ঘটনার পর কাঠমান্ডুর বিভিন্ন এলাকায় কারফিউ জারি করেছে প্রশাসন। দেশের অন্যান্য শহরেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
নেপালের তরুণ সমাজ গত কয়েক সপ্তাহ ধরে সরকারের দুর্নীতি ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে আসছিল। আজ সকাল থেকে রাজধানীর মৈতিঘরে জড়ো হয়ে তারা সরকারবিরোধী স্লোগান দিতে থাকে।
‘হামি নেপাল’ নামের সংগঠন এই আন্দোলনের আয়োজন করে। সংগঠনের চেয়ারম্যান সুধান গুরুঙ বলেন, সরকারের দুর্নীতির বিরুদ্ধে এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় এই বিক্ষোভ চলছে।
আয়োজকেরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিক্ষোভের তথ্য ও নিরাপত্তা নির্দেশনা ছড়িয়ে দিচ্ছেন। এমনকি শিক্ষার্থীদের ইউনিফর্ম পরে বই হাতে নিয়ে প্রতিবাদে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
COMMENTS