
এনএনবি, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে
হাইকোর্টের দেওয়া আদেশ বহাল থাকছে না। চেম্বার আদালতের স্থগিতাদেশকে বহাল রেখে
আপিল বিভাগ জানিয়েছে, নির্বাচনে আর কোনো বাধা নেই। ফলে আগামী ৯ সেপ্টেম্বর
নির্ধারিত তারিখেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের
নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন। আদালত
জানায়, হাইকোর্টের স্থগিতাদেশ ৩০ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আইনজীবী শিশির মনির জানান, জিএস প্রার্থী এস এম
ফরহাদের প্রার্থিতায় আর কোনো আইনি জটিলতা নেই।
এর আগে গত সোমবার (২ সেপ্টেম্বর ২০২৫) হাইকোর্ট ডাকসু নির্বাচন স্থগিত
করেছিলেন। তবে কয়েক ঘণ্টার মধ্যেই চেম্বার আদালত সেই সিদ্ধান্ত স্থগিত করে। পরে
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে বুধবার আপিল বিভাগে শুনানি হয়।
নিষিদ্ধ সংগঠন ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে জিএস প্রার্থী এস এম
ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করেছিলেন বামজোট সমর্থিত প্যানেলের
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদপ্রার্থী বি এম ফাহমিদা আলম। ওই
রিটের শুনানি শেষে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর বেঞ্চ
নির্বাচন স্থগিত করেছিলেন। তবে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে সেই আদেশ চেম্বার
আদালতে স্থগিত হয়।
COMMENTS