
এনএনবি, ঢাকা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অসংক্রামক রোগ মোকাবিলায় জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা থেকে শুরু করে জাতীয় উন্নয়ন পর্যন্ত এই সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণ অপরিহার্য।
বুধবার (২০ আগস্ট ২০২৫) রাজধানীতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা জোরদার করতে একটি ‘যৌথ ঘোষণাপত্র’ স্বাক্ষরিত হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ৩৫টি মন্ত্রণালয় ও বিভাগ অংশ নেয়। প্রধান উপদেষ্টা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঁচটি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবদের হাতে ঘোষণাপত্র তুলে দেন।
ড. ইউনূস বলেন, `অসংক্রামক রোগ শুধু স্বাস্থ্য খাতের জন্য নয়, বরং জাতীয় অগ্রগতি ও ব্যক্তিজীবনের কল্যাণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই একক প্রচেষ্টা নয়, বরং সব মন্ত্রণালয়ের সমন্বিত পদক্ষেপের মাধ্যমেই এ চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব।' তিনি আরও যোগ করেন, `আজকের এই যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা স্বাস্থ্য সুরক্ষায় সমবেতভাবে কাজ করার নতুন অঙ্গীকার করলাম।'
অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, ডায়াবেটিস, ক্যান্সার, হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত অসুস্থতাসহ অসংক্রামক রোগ ইতোমধ্যেই দেশে জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। তাদের মতে, জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যকর জীবনযাত্রা ও টেকসই চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করতে এই ঘোষণাপত্র বাস্তবায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
COMMENTS