
এনএনবি, কক্সবাজার
কক্সবাজারের চকরিয়ায় জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে
ডাকাতির ঘটনা ঘটেছে। বাসায় সিসি ক্যামেরা লাগানোর কারণ জানতে চেয়ে ক্ষুব্ধ ডাকাত থাপ্পড় মারে বাড়ির মালিককে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) ভোররাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের
মাদ্রাসাপাড়া গ্রামে প্রায় ১০-১২ জনের একদল ডাকাত স্বর্ণালংকার, নগদ টাকা ও
মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগীরা হলেন ব্যবসায়ী হেলাল উদ্দিন, ব্যবসায়ী বেলাল উদ্দিন ও প্রকৌশলী
জালাল উদ্দিন।
ভুক্তভোগীরা জানান, রাত ৩টার দিকে মুখোশধারী ডাকাতরা গ্রিল কেটে ঘরে প্রবেশ করে
পরিবারের সদস্যদের জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে। পরে আলমারির চাবি নিয়ে
প্রায় আট ভরি স্বর্ণালংকার, আড়াই লাখ টাকা ও তিনটি মোবাইল ফোনসহ কিছু মূল্যবান
সামগ্রী লুট করে। যাওয়ার সময় সিসি ক্যামেরা খুলে নিয়ে যায় তারা।
প্রকৌশলী জালাল উদ্দিন, যিনি একই বাড়িতে মা ও তিন ভাইয়ের পরিবারসহ বসবাস করেন,
জানান— ডাকাতদের তিনজনের হাতে দেশীয় তৈরি বন্দুক, কিরিচ, দা ও গ্রিল কাটার
যন্ত্র ছিল। এক ডাকাত তাঁকে সিসি ক্যামেরা লাগানোর কারণ জানতে চেয়ে থাপ্পড়
মারে, যদিও পরিবারের অন্য সদস্যদের শারীরিকভাবে আঘাত করা হয়নি।
খবর পেয়ে চকরিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। উপপরিদর্শক সোহরাব সাকিব
বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে ওসির নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করে প্রমাণ
সংগ্রহ করা হয়েছে। চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, ভুক্তভোগী
পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
COMMENTS