
এনএনবি, নাটোর
পুলিশ প্রশাসনের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে নাটোর জেলা বিএনপি উপদেষ্টা আসিফ
মাহমুদ সজিব ভুঁইয়ার সদর উপজেলা স্টেডিয়ামের উদ্বোধন অনুষ্ঠান বর্জন
করেছে।
শনিবার (০৯ আগস্ট ২০২৫) এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জেলা বিএনপির সদস্যসচিব
আসাদুজ্জামান নিশ্চিত করেছেন।
শনিবার সকাল সাড়ে ১০টায় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া শহরের কানাইখালি মিনি
স্টেডিয়াম উদ্বোধন করেন এবং ভার্চুয়ালি দেশের আরও ১৩টি মিনি স্টেডিয়ামের
উদ্বোধন কার্যক্রমে অংশ নেন।
জেলা বিএনপি সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের আমন্ত্রণপত্র পেয়ে আহ্বায়ক রহিম
নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামানসহ কয়েকজন নেতা অনুষ্ঠানস্থলে যান। তবে
স্টেডিয়ামের প্রধান ফটকে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক হাসিবুল্লাহ হাসিব
তাঁদের প্রবেশে বাধা দেন। পরিচয় ও আমন্ত্রণের বিষয়টি জানালেও তিনি প্রবেশের
অনুমতি দেননি। অপমানজনক পরিস্থিতির মুখে বিএনপি নেতারা অনুষ্ঠান ত্যাগ করেন এবং
বিষয়টি গণমাধ্যমে জানান।
আসাদুজ্জামান বলেন, ‘আমরা আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম, কিন্তু ডিবি ওসির
অশোভন আচরণ মেনে নেওয়া যায় না। এর প্রতিবাদে আমরা উদ্বোধন অনুষ্ঠান বয়কট করেছি।
পাশাপাশি স্টেডিয়ামের নাম শহীদ সুজনের নামে করার প্রস্তাব প্রশাসন নাকচ করায়
আমরা তাতে অসন্তোষ জানাচ্ছি।’
এ বিষয়ে ডিবি ওসির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ
প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, উপদেষ্টার নিরাপত্তার
দায়িত্বে থাকা ডিবি কর্মকর্তা বিএনপি নেতাদের একসঙ্গে প্রবেশে নিষেধ করেছিলেন,
যা থেকে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।
COMMENTS