অবিক্রিত কিছু দুঃখ বেদনা
সাজ্জাদ হোসেন দোদুল
সাত হাজার বছর পূর্বের মিষ্টি জ্বলের কৃঞ্চ সাগর দুঃখ বেদনা
কিনতে কিনতে আজ নোনাজলে রুপান্তর করেছে নিজেকে।
আমিও সাগরের উদারতায় তোমার কাছ থেকে দুঃখ বেদনা কিনেছি খুব সস্তায়।
মন ভাঙ্গার খেলায় চড়া দামে বেচার লোভে।
এতোশত দুঃখ বিলাসী,
বেদনায় নীল হতে চাওয়া মানুষ থাকতেও আমার সব অবিক্রিত রয়ে যাচ্ছে ।
কেন... ???
মানুষ কি প্রেমে ব্যর্থ হওয়ার মতো মহান শিল্পকর্ম ভুলে গিয়েছে ?
তাইতো কতোটা বসন্ত পেরিয়ে জবুথবু হয়ে বার বার কুয়াশায়
পড়ে থাকলেও কেউ কিনছে না আমার দুঃখ বেদনা।
মূল্যস্ফীতিতে পৃথিবী অস্থির, অথচ আমার দুঃখ বেদনার মূল্যস্ফীতি নেই।
ইউক্রেন রাশিয়ার বারুদের গন্ধে বিশ্বব্রক্ষান্ড মাতাল।
এফ থার্টি ফাইভ এস ইউ থার্টি ফাইভে দুঃখ বেদনারা উড়ে উড়ে...
উত্তর মেরু দক্ষিণ মেরু ঘুরছে।
কিন্তু আমার বেদনাগুলো কোনভাবেই আমার হৃদয়ের একচুল বাইরে যায় না।
হাজার লক্ষ চেষ্টা ব্যর্থ হচ্ছে।
এই ভার বহন করা কঠিন হয়ে পড়ছে।
আমার দুইশত ছয় হাড়ে ফ্যাকচার হয়েছে
যে কোন সময় ভাঙ্গনের দখলে যাবে।
যদি আমার দুঃখ বেদনার দায় কেউ না নিতে চাও,
আমাকে মুক্ত করার সহজ পথটা কি বেছে নিবে ?
বেয়োনেটের তীর্যক ঘৃণার খোঁচা অথবা
নিউক্লিয়ার মেরে ঘুম পাড়িয়ে দিবে আমাকে ?
আর তাড়াতে হবেনা নিজের ভিতর থেকে
নিজের কোন প্রাণহীন জড়ো প্রাণ।
বাঁচার ভয়ে তাড়াই আমাকে ছেড়ে চলে যাবে সব।
দীর্ঘজীবী হবে আমার দুঃখরা, বেদনারা।
তাঁরা মহা - আনন্দে ঘুরে বেড়াবে নাইট ক্লাবে, বারে,
ডুবে থাকবে সিঙ্গেল মল্ট আর ডাবল মল্টে।
বসত গড়বে কোন কিশোর, যুবক, মধ্য বয়সী কারো দুইশ ছয় ফ্রেমের দেহজুড়ে।
অথবা আশ্রয় নিবে হতাশায় ডুবে যাওয়া কোন গেরুয়া গোধূলির
নিমোনিয়া আক্রান্ত ফুসফুসের খকখক কাঁশির ভাঁজে ভাঁজে।
আর আমি চির মুক্তিতে অবচেতন দেহে, প্রেম ভরা বুকে,
এলিয়ে পড়ে থাকবো নির্জন কোন জায়গায়।
পোকা মাকড়ের সঙ্গী হয়ে।

COMMENTS