রংপুর থেকে রুকসানা রাফা
রংপুরে মহান মে দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে সোমবার পালিত হয় । এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর, রংপুর এর আয়োজনে সকাল ১০.০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে টাউন হল চত্বর পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। সকাল ১০.৩০ ঘটিকায় টাউন হল চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগ বিভাগীয় কমিশনার, মোঃ হাবিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের অতিরিক্ত (অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফিন্যান্স)উপমহাপুলিশ পরিদর্শক, এ, এফ, এম আনজুমান কালাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোঃ সায়ফুজ্জামান ফারুকী । এতে বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামীলীগের আহবায়ক ডাঃ মোঃ দেলোয়ার হোসেন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, পরিচালক,শাহজাহান বাবু, এবং জাতীয় শ্রমিক লীগ সাধারণ সম্পাদক, এম.এ.মজিদ। এসময় বিভিন্ন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ; শ্রমিক ভাই-বোনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রংপুরে ইমারত শ্রমিক ইউনিয়নের মহান মে দিবস পালন
সোমবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে কর্মসূচীর মধ্যে ছিলো র্যালী, আলোচনা সভা ও অসহায় দুস্থদের মাঝে খাদ্য বিতরণ। ১লা মে সকালে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের টাউন হল সংলগ্ন বিভাগীয় কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ে এসে শেষ করে কার্যালয়ের সামনের হলরুমে শ্রমিক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সংগঠনের সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ সবরত আলী, সাবেক সভাপতি আলহাজ¦ নুর ইসলাম, সামসুল হক, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর, সাবেক নির্বাচন কমিশনার গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম, কোষাধক্ষ্য খোকনুজ্জামানসহ সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। আলোচনা শেষে সকল মৃত শ্রমিকদের আত্বার মাগফিরাত কামনা করে ও বর্তমান শ্রমিকদের সফলতা কামনা দোয়া করা হয়। দোয়া শেষে অসহায়, দুস্থ ও শ্রমিকদের মাঝে খাবার বিতরণ করা হয়।
COMMENTS