রংপুর সিটি কর্পোরেশন(রসিক )নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, সিটি বাজার অত্যান্ত অবহেলিত এবং নানাবিদ সমস্যায় জর্জরিত। গত পাঁচ বছরে বাজারটির প্রধান গেটসহ সাতটি গেট র্র্নিমাণ করা হয়েছে। নির্মাণাধীন রয়েছে গণশোচাগার, মুরগি ও মাছ পট্টির সেট সংস্কার, বিভিন্ন গলি সংস্কার করা হয়েছে। বিশেষ করে বাজারে আসা ক্রেতাদের চলাচলের সুবিধার্থে একটি ফুটওভার ব্রীজ নির্মান করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে নগরীর সিটি বাজারে গণসংযোগ চলাকালে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি এসব কথা বলেন তিনি।তিনি বলেন, নগরীর যতগুলো সমস্যা আছে, তা মোটামুটি সমাধান হয়েছে। বাকি সমস্যাগুলো সমাধানে যে পরিকল্পনা নিয়ে কাজ চলছে, সেগুলো বাস্তবায়ন হলে আর কোনো সমস্যা থাকবে না। রংপুরকে একটি ক্লিন সিটি ও তিলোত্তমা নগরী গড়তে তাকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান তিনি।এ সময় তিনি নগরীর সিটি বাজার ও জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মার্কেট এলাকায় গণ সংযোগ করেন।গণ সংযোগে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, রংপুর মহানগর সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এস এম ইয়াসির, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সদস্য ও রংপুর মহানগর সহ-সভাপতি লোকমান হোসেন ও জাহেদুল ইসলাম, সাবেক সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মাসুদ নবী মুন্না, জাতীয় যুব সংহতি রংপুর জেলার সভাপতি হাসানুজ্জামান নাজিম, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শামীম সিদ্দিকী, ঠাকুরগাও জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক স্বপন চৌধুরী, জাতীয় যুব সংহতি রংপুর মহানগর সভাপতি শাহিন হোসেন জাকির, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, জাতীয় সেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর আহবায়ক মোঃ ফারুক হোসেন মন্ডল, সদস্য সচিব মাসুদ রানা বিপু, জেলা ছাত্র সমাতের আহবায়ক আরিফুল ইসলাম, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর জেলার আহবায়ক সদস্য সচিব মাহাবুবর রহমান বেলালসহ জাতীয় পার্টি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, রংপুরে শিল্প কারখানা না থাকায় এই অঞ্চলের কৃষি নির্ভর মানুষ কৃষি মৌসুমসহ অধিকাংশ সময় ব্যাটারী চালিত অটো রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে থাকেন। এটাই অনেকের পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহের এক মাত্র পেশা। অনেক শিক্ষার্থী, শিক্ষিত বেকার, অবসর প্রাপ্তরাসহ বিভিন্ন শ্রেণীর মানুষ এই পেশার সাথে জড়িত। ছেলে মেয়েদের পড়ালেখাসহ স্বল্প আয়ে চলে তাদের পরিবার। এই মানবিক কারণেই এগুলো বন্ধ করা সম্ভব হয়নি।
গতকাল দুপুরে নগরীর মর্ডান মোড় এলাকায় গণসংযোগকালে যানজট নিরসনে নেয়া পদক্ষেপের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, আগের মেয়র ব্যাটারী চালিত অটো রিকশার নিবন্ধন দিয়েছে, পরবর্তীতে আর বাড়ানো হয়নি। আর রংপুর শহরের যোগাযোগ একটি রিং রোডের মধ্যে সীমাবদ্ধ। বিকল্প কোন রাস্তা না থাকায় নগরীর জাহাজ কোম্পানি মোড় থেকে পাবলিক লাইব্রেরী মোড় পর্যন্ত এখানে যানজট লেগে থাকে। তবে লক্ষ্মী সিনেমা হলের পাশ দিয়ে একটি বাইপাস সড়ক নির্মাণের ফলে সে যানজট অনেকাংশে কমে এসেছে।
মোস্তফা আরও বলেন, নগরীর যতগুলো সমস্যা আছে, তা মোটামুটি সমাধান হয়েছে। বাকি সমস্যাগুলো সমাধানে যে পরিকল্পনা নিয়ে কাজ চলছে, সেগুলো বাস্তবায়ন হলে আর সমস্যা থাকবে না। রংপুরকে একটি ক্লিন সিটি ও তিলোত্তমা নগরী গড়তে তাকে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান তিনি। এ সময় তিনি নগরীর দর্শনা মোড়, সরেয়ারতল, মোল্লাপাড়া ও সর্দারপাড়া এলাকায় গণ সংযোগ করেন।
COMMENTS