রংপুরে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর কমিটি বিস্তারিত কর্মসূচি পালন করেন। কর্মসূচির মধ্যে ছিলো সকাল ৬টা ৩০মিনিটে সংগঠনের সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিকেল ৪টায় বণার্ঢ্য র্যালী, সন্ধ্যা ৭টায় আলোচনা সভা ও কেক কাটা। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি রংপুরের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত যূগ্ম মহাসচিব ব্যারিষ্টার শামিম হায়দার পাটেয়ারী, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সদস্য সচিব হাজ্বী মোঃ আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও পীরগাছা উপজেলার চেয়ারম্যান আবু নাসের শাহ্ মোঃ মাহবুবার রহমান, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও রংপুর মহানগর সহ-সভাপতি মোঃ জাহেদুল ইসলাম, জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও বদরগঞ্জ উপজেলা জাপা নেতা এ্যাড. মোকাম্মেল হক চৌধুরী, জাতীয় যুবসংহতির রংপুর জেলার সভাপতি হাসানুজ্জামান নাজিম, সাধারণ সম্পাদক ও পান্ডুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম।
জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি ও রংপুর মহানগর কমিটির আহবায়ক মোঃ ফারুক হোসেন মন্ডলের সভাপতিত্বে ও সদস্য সচিব মাসুদ রানা বিপুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় যুবসংহতি রংপুর মহানগর সভাপতি শাহীন হোসেন জাকির, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলার আহবায়ক আরিফুল ইসলাম, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর কমিটির যূগ্ম আহবায়ক মমিনুল ইসলাম দিনার প্রমূখ।
আলোচনা শেষে কেক কেটে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
COMMENTS