
এনএনবি, ঢাকা
বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেককে পেছনে রেখে দেশের টেকসই অগ্রগতি সম্ভব নয়
বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা
রহমান। তিনি বলেন, প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে দেশ ও সমাজের কল্যাণে
অবদান রাখার মানসিকতা থাকা জরুরি।
রোববার (১৮ জানুয়ারি ২০২৬) বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন
বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের
ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভাটির আয়োজন করে ঢাকা ফোরাম।
লন্ডন থেকে গত ২৫ ডিসেম্বর বাবা তারেক রহমান ও মা ডা. জুবাইদা রহমানের সঙ্গে
দেশে ফেরার পর এটিই জাইমা রহমানের প্রথম প্রকাশ্য বক্তব্য।
তিনি বলেন, আলোচনা সভায় উপস্থিত সবার আদর্শ, অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি এক নয়। তবু
সবাই একত্র হয়ে দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলছে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য। ভিন্নমত
থাকা সত্ত্বেও পরস্পরের কথা শোনা এবং সংলাপে অংশ নেওয়ার মধ্যেই গণতান্ত্রিক
চর্চার প্রকৃত শক্তি নিহিত।
জাইমা রহমান আরও বলেন, এই মুহূর্তে তিনি ভিন্ন এক আবেগ ও অনুভূতি নিয়ে কথা
বলছেন।
বাংলাদেশের নীতিনির্ধারণী পর্যায়ে এটি তার প্রথম বক্তব্য উল্লেখ করে তিনি বলেন,
তিনি নিজেকে এমন কেউ মনে করেন না, যিনি সব সমস্যার সমাধান জানেন বা সব প্রশ্নের
উত্তর দিতে সক্ষম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর
খসরু মাহমুদ চৌধুরী।
COMMENTS