
এনএনবি, ঢাকা
প্রাতিষ্ঠানিক দালাল চক্র, নথি জালিয়াতি ও কাঠামোগত দুর্বলতার কারণে বাংলাদেশের
বৈদেশিক কর্মসংস্থানে গভীর সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা
অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, দালাল ও প্রতারণামুক্ত ব্যবস্থা ছাড়া
জনশক্তি রপ্তানিতে টেকসই অগ্রগতি সম্ভব নয়।
বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫
উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, বিদেশ গমন প্রক্রিয়া এখন বিপজ্জনকভাবে দালাল ও প্রতারণার
সঙ্গে জড়িয়ে গেছে। এই বাস্তবতা থেকে বের হতে না পারলে অর্থবহ উন্নতির কথা বলা
যাবে না। সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, আন্তরিক
প্রচেষ্টা থাকা সত্ত্বেও প্রত্যাশিত সাফল্য এখনো অর্জিত হয়নি।
ড. ইউনূস আরও বলেন, অনেক উদ্যোগ বাহ্যিকভাবে গুরুত্বপূর্ণ মনে হলেও সরকার এখনো
দালালনিয়ন্ত্রিত ব্যবস্থার মূল কাঠামো ভাঙতে পারেনি। গ্রামীণ ব্যাংকের অভিজ্ঞতা
তুলে ধরে তিনি জানান, বিদেশে সন্তান পাঠাতে গিয়ে ঋণ নিতে আসা পরিবারগুলোর
মাধ্যমে দালাল চক্রের প্রকৃত চিত্র তাঁর সামনে আসে।
তিনি বলেন, প্রায় সব দেশেই বাংলাদেশ থেকে অভিবাসন কার্যত দালালনিয়ন্ত্রিত। কে
কোন কারণে কার কাছ থেকে টাকা নিয়েছে—তা নির্ধারণ করা কঠিন। রেমিট্যান্সনির্ভর
অর্থনীতিকে এগিয়ে নিতে হলে এই ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনতেই হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান
উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। স্বাগত বক্তব্য দেন সিনিয়র সচিব ড. নেয়ামত
উল্লাহ ভূঁইয়া।
অনুষ্ঠানে তিন ক্যাটাগরিতে ৮৬ জন প্রবাসী বাংলাদেশিকে বাণিজ্যিকভাবে
গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি প্রবাসী কর্মীদের
জন্য বিমা, চিকিৎসা সহায়তা, আর্থিক অনুদান, ক্ষতিপূরণ এবং মেধাবী সন্তানদের
বৃত্তির চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রবাসীদের অবদান ও কল্যাণে সরকারের উদ্যোগ নিয়ে একটি
প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
COMMENTS