
এনএনবি, কিশোরগঞ্জ
দেশের কোনো মাজার, মসজিদ, মাদ্রাসা বা এতিমখানায় হামলা বা ধ্বংসাত্মক
কার্যকলাপের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে সতর্কবার্তা দিয়েছেন ধর্ম
উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
রবিবার (১০ আগস্ট, ২০২৫) সকাল সাড়ে ১১টায় কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ
পরিদর্শন শেষে তিনি এই বক্তব্য দেন। তিনি জানান, 'কিছু মাজারে হামলার ঘটনা
ঘটেছে, যার তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে রয়েছে। আমি আন্তঃমন্ত্রণালয়
আইনশৃঙ্খলা কমিটির সদস্য হিসেবে বলছি, এসব বিষয় নিয়মিত আলোচনায় আসে। আমি সকল
মাজার ও মসজিদ কর্তৃপক্ষকে সিসিটিভি ক্যামেরা স্থাপনের অনুরোধ জানাচ্ছি।'
তিনি আরও বলেন, 'সিসিটিভি ক্যামেরা হামলাকারীদের শনাক্ত করতে সহায়ক হবে।
সামাজিক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি মাজারে পুলিশ মোতায়েন সম্ভব নয়,
তাই সকল স্তরের মানুষকে ধর্মীয় স্থাপনার নিরাপত্তায় এগিয়ে আসতে হবে।'
ধর্ম উপদেষ্টা জানান, হামলার ঘটনায় ইতিমধ্যে বিভিন্ন স্থানে মামলা দায়ের করা
হয়েছে এবং কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মামলার
ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
পাগলা মসজিদের তহবিলে ৯০ কোটি টাকারও বেশি অর্থ রয়েছে উল্লেখ করে ড. খালিদ
হোসেন বলেন, শিগগিরই তুরস্কের বসফরাস প্রণালীর পাশের মসজিদগুলোর আদলে
দৃষ্টিনন্দন ও বহুমুখী পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স নির্মাণ শুরু হবে। ১০
তলা এই ভবনে থাকবে ধর্মীয় ও মাদ্রাসা শিক্ষার ব্যবস্থা, একটি সমৃদ্ধ
গ্রন্থাগার, ক্যাফেটেরিয়া, আইটি বিভাগ এবং অনাথ-এতিমদের জন্য শিক্ষার সুযোগ।
তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের মধ্যেই এর
ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।
তিনি আরও বলেন, 'পাগলা মসজিদের তহবিলে ৯০ কোটি ৬৪ লাখ টাকা ১৩টি ব্যাংক
অ্যাকাউন্টে এফডিআর হিসেবে রাখা আছে। এর লভ্যাংশ গরিব, অসহায়, অনাথ ও অসুস্থদের
জন্য ব্যয় করা হয়। ইতিমধ্যে প্রায় ৮০ লাখ টাকা বিতরণ করা হয়েছে। আমি প্রস্তাব
করেছি, স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদেরও এই
তহবিল থেকে সহায়তা প্রদান করা হোক, যাতে শিক্ষার সুযোগ আরও বৃদ্ধি পায়।'
পাগলা মসজিদ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফৌজিয়া খান, অতিরিক্ত
জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)
ইমরানুল ইসলাম, আল জামিয়াতুল ইমদাদিয়ার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ এবং
মসজিদ কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
COMMENTS