স্পোর্টস ডেস্ক
দিল্লি ক্যাপিটালসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলবেন মোস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে আসরের বাকি সময় মাঠে দেখা যাবে মোস্তাফিজুর রহমানকে।
বুধবার (১৪ মে) এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়েছে দলটি। তারা লিখেছে, দুই বছর পরে মোস্তাফিজুর ফিরেছে। আইপিএলের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, দিল্লি ক্যাপিটালস ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছে।
এর আগে মোস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালসের হয়ে দুই মৌসুম আইপিএল খেলেছিলেন । ২০২২ সালে ৮ ম্যাচে আটের কম ইকোনমিতে ৮ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই পেসার। তবে ২০২৩ এ অবশ্য মাত্র দুই ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন মোস্তাফিজ। ২ ম্যাচে ৭ ওভারে ৭৯ রান খরচে নিয়েছিলেন এক উইকেট। সবমিলিয়ে আইপিএলে ৫৭ ম্যাচে ৬১ উইকেট নিয়েছেন কাটার মাস্টার।
আপাতত দ্য ফিজের দিল্লি পয়েন্ট তালিকার পাঁচে অবস্থান করছে। ২০১৬ সালে আইপিএলে নিজের অভিষিক্ত আসরে ইমার্জিং ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন মোস্তাফিজ। ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে আইপিএল আপাতত বন্ধ আছে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর শনিবার থেকে আবারও শুরু হবে।
COMMENTS