রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। |
আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে ধারাবাহিকভাবে অস্ত্র সরবরাহ করে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। এর প্রতিক্রিয়ায় মস্কো বলছে, রাশিয়া প্রয়োজন দেখা দিলে পরমাণু অস্ত্রও ব্যবহার করতে পারে। এরই মাঝে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ে রাশিয়াকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
চলমান যুদ্ধের মাঝে বাইডেনের এই আলোচনার আহ্বানকে এক প্রকার চাতুরি বলে উল্লেখ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মস্কোভিত্তিক সাপ্তাহিক সংবাদমাধ্যম ‘আর্গুমেন্তি ই ফাক্তে’-কে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
ল্যাভরভ বলেন, বাইডেনের শর্ত হলো পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনার টেবিলে বসতে হলে কোনো প্রকার পূর্বশর্ত রাখা যাবে না। এ ধরনের আহ্বান কপটতাপূর্ণ। কোনো পূর্বশর্ত থাকবে না মানে, রাশিয়াকে যুক্তরাষ্ট্রের পরিধির মধ্যে ঢুকে আলোচনা করতে হবে। নিজেদের নথিপত্রে রাশিয়াকে প্রতিপক্ষ আকারে উল্লেখ করে যুক্তরাষ্ট্র। তা বাতিলের কথাও তোলা যাবে না। এ অবস্থায় তাদের সাথে আলোচনায় বসার অর্থ রাশিয়ার কৌশলগত পরাজয়, এমনটাই মনে করেন ল্যাভরভ।
তিনি বলেন, অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক সমঝোতা হতে হবে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে। এর বদলে নিজেদের শর্ত বহাল রেখে অন্য পক্ষকে শর্তহীনভাবে আলোচনায় বসতে বলা অসততা।
COMMENTS