
এনএনবি, গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় রাস্তার মধ্যে রান্নার
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ অন্তত ৪০ জন দগ্ধ হয়েছেন। এতে আহত হয়েছেন আরও
অনেকে।
বুধবার (১৩ মার্চ, ২০২৪) সন্ধ্যা ৬টার দিকে ওই এলাকার টপস্টার পোশাক কারখানার
পাশে শিল্পকারখানার শ্রমিকদের আবাসিক কলোনিতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায়
দগ্ধদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাদের
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে, দগ্ধদের শেখ হাসিনা জাতীয়
বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদের মধ্যে সাতজন
আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
আহতরা হলেন- নাদিম (২২), নিরব (১০), মিরাজ (১৮), তারেক রহমান (১৮), মোন্নাফ
(১৭), সোলায়মান (৯), লালন (২৩), নয়ন (৮), শিল্পী (৩০), আরিফুল ইসলাম (২১), সুমন
(২৬), মাইদুল ইসলাম (২৭), সফুরা (৯), রাব্বি (১৪), উর্মিতা (২২), সাদিয়া
খাতুন (১৮), জহিরুল (২৯), আরিফ (৪০), রতনা বেগম (৪০), তাইয়েবা (৩), মুনসুর আলী
(৩০), নূর নবী (৩), রহিমা (৩), কবির (৩০), খাদিজা (৪৫), তাওহীদ (৭), সোলেমান
(৪০), মশিউর (২২) এবং লাদেন (২২)। বাকিদের নাম পরিচয় এখনো জানা যায়নি। দগ্ধদের
মধ্যে দুই শিশুসহ ৭ জন আইসিইউতে ভর্তি আছেন।
আহতদের হাসপাতালে আনার পর পরই সেখানে উপস্থিত হন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত
লাল সেন। তিনি রোগীদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন।
দগ্ধ পোশাক শ্রমিক রফিকুল ইসলাম বলেন, ‘তেলিরচালা এলাকায় একটি বাসায় গ্যাসের
সিলিন্ডার থেকে শো শো শব্দে গ্যাস বের হচ্ছিল। এরপর বাড়ির লোকজন সেই
সিলিন্ডারটি গলির মধ্যে ফেলে যায়। ইফতারের আগে ওই গলিতে যখন অনেক লোকজন চলাচল
করছিল ঠিক সেই সময় সেটিতে বিস্ফোরণ ঘটে ও আগুন লাগে। সেই আগুনে গলিতে
অবস্থানকারী ও চলাচলরত লোকজন দগ্ধ হয়।’
স্থানীয় বাসিন্দা দুলাল মিয়া বলেন, ‘পাশের বাড়িতে একটি সিলিন্ডার ছিদ্র হয়ে
গ্যাস বের হচ্ছে, এ খবর পেয়ে সেখানে লোকজন জড়ো হন। একপর্যায়ে আগুন ধরে
যায়। সঙ্গে সঙ্গে সেখানে থাকা ওই ৩৬ জন দগ্ধ হন।’
গাজীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ
আল আরেফিন গণমাধ্যমকে বলেন, ‘তেলিরচালা এলাকায় শফিকুল ইসলাম শফিক তার বাসার
জন্য একটি গ্যাস সিলিন্ডার আনেন। পরে সিলিন্ডারটি চুলার সঙ্গে লাগানোর সময়
গ্যাস বের হতে থাকে। তখন তিনি সিলিন্ডারটি বাইরে রাস্তায় ছুড়ে ফেলে দেন। এ
সময় ওই স্থানে একটি মাটির চুলার আগুন থেকে সিলিন্ডারে গ্যাসে অগ্নিকাণ্ডের
সৃষ্টি হয়। তখন রাস্তায় থাকা অনেকেই দগ্ধ হয়।’
বাড়ির মালিক শফিকুল ইসলাম জানান, ‘সিলিন্ডার বিস্ফোরণ হয়নি। সিলিন্ডারের
ত্রুটির কারণে গ্যাস বের হতে থাকে। হঠাৎ পাশের চুলা থেকে সিলিন্ডারে আগুন ধরে
যায়।’
ইউএনও কাউছার আহম্মেদ বলেন, ‘স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে যতদূর জানতে
পেরেছি, একটি গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে পাশের চুলা থেকে আগুন ধরে যায়। তখন
বাড়ির মালিক আতঙ্কিত হয়ে সিলিন্ডারটি ছুড়ে মারেন। এ সময় পথচারী ও স্থানীয়
বাসিন্দাসহ ৩০ জনের মতো দগ্ধ হয়েছেন বলে জানতে পেরেছি।’
দগ্ধ প্রায় সবার অবস্থাই আশঙ্কাজনক এবং তাদের জরুরি ভিত্তিতে চিকিৎসা দেওয়া
হচ্ছে বলে গণমাধ্যমকে জানান বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা।
COMMENTS