
অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েলের রাজপথ। বিক্ষোভকারীরা দেশটির প্রধান দুটি শহর তেল আবিব ও জেরুজালেমের প্রধান সড়ক অবরোধ করে রাখে। অবিলম্বে নির্বাচন এবং হামাসের হাতে ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে তারা এই আন্দোলন শুরু করেছেন। টাইমস অফ ইসরায়েলের খবর।
শনিবার (১৬ মার্চ, ২০২৪) সন্ধ্যায় ইসরায়েলের তেল আবিব ও জেরুজালেমে বিক্ষোভ করেছে শত শত ইসরায়েলী। পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে। এমনকি কয়েকজনকে আটকও করেছে পুলিশ।
জেরুজালেমে শত শত বিক্ষোভকারী দেশটির প্রেসিডেন্টের বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন। এ সময় তারা ইসরায়েলে নতুন নির্বাচনের দাবি জানায়। এ সময় পুলিশ শক্তি প্রয়োগ করে আন্দোলনকারীদের বাধা দেয়। এমনকি গণমাধ্যমকর্মীদের ঘটনাস্থলে যেতেও বাধা দেয় পুলিশ।
এদিকে তেল আবিবে প্রধানত দুটি দাবিতে পৃথক দুটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। একটি ছিল হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির দাবি এবং অন্যটি ছিল ইসরায়েলে নতুন নির্বাচনের দাবি। এ সময় নগরীর বিভিন্ন মোড়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারীদের অনড় অবস্থানে পুলিশ প্রথম স্মোক গ্রেনেড ছুড়ে, এমনকি জলকামানও ব্যবহার করে। এর আগে, বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে ইঙ্গিত করে জিম্মিদের মুক্ত করার দাবিতে বলেছে, ‘যে তাদের ত্যাগ করেছে, তাকেই তাদের ফিরিয়ে আনতে হবে।’
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েলের রাজপথ। বিক্ষোভকারীরা দেশটির প্রধান দুটি শহর তেল আবিব ও জেরুজালেমের প্রধান সড়ক অবরোধ করে রাখে। অবিলম্বে নির্বাচন এবং হামাসের হাতে ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে তারা এই আন্দোলন শুরু করেছেন। টাইমস অফ ইসরায়েলের খবর।
শনিবার (১৬ মার্চ, ২০২৪) সন্ধ্যায় ইসরায়েলের তেল আবিব ও জেরুজালেমে বিক্ষোভ করেছে শত শত ইসরায়েলী। পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে। এমনকি কয়েকজনকে আটকও করেছে পুলিশ।
জেরুজালেমে শত শত বিক্ষোভকারী দেশটির প্রেসিডেন্টের বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন। এ সময় তারা ইসরায়েলে নতুন নির্বাচনের দাবি জানায়। এ সময় পুলিশ শক্তি প্রয়োগ করে আন্দোলনকারীদের বাধা দেয়। এমনকি গণমাধ্যমকর্মীদের ঘটনাস্থলে যেতেও বাধা দেয় পুলিশ।
এদিকে তেল আবিবে প্রধানত দুটি দাবিতে পৃথক দুটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। একটি ছিল হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির দাবি এবং অন্যটি ছিল ইসরায়েলে নতুন নির্বাচনের দাবি। এ সময় নগরীর বিভিন্ন মোড়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারীদের অনড় অবস্থানে পুলিশ প্রথম স্মোক গ্রেনেড ছুড়ে, এমনকি জলকামানও ব্যবহার করে। এর আগে, বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে ইঙ্গিত করে জিম্মিদের মুক্ত করার দাবিতে বলেছে, ‘যে তাদের ত্যাগ করেছে, তাকেই তাদের ফিরিয়ে আনতে হবে।’
COMMENTS