রংপুরে শুরু হয়েছে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৩। গতকাল রোববার সকাল ১০ টায় রংপুর জিলা স্কুলে ফিতা কেটে, বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন রংপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোশারফ হোসেন, পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), মোঃ আব্দুল মান্নান ।
"বিদ্যুৎ ও পানির অপচয় রোধ" এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন৷ ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে "বিদ্যুৎ ও পানির অপচয় রোধ" বিষয়ক অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ অনুষ্ঠিত হয়।
COMMENTS