রংপুর কমিউনিটি চক্ষু হাসপাতালের আয়োজনে নগদ (ডাক বিভাগের ডিজিটাল লেনদেন) এর আর্থিক সহযোগিতায় চক্ষু ক্যাম্পের মাধ্যমে সোমবার সকালে বিনামূল্যে চক্ষু ছানি অপারেশন করার কার্যক্রম শুরু করা হয়।
উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন নগদ এর প্রতিনিধি লে কর্নেল (অব:) কাওসার এবং মো: মাহবুব ডিআইজি (অব:)। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি চক্ষু হাসপাতাল এবং সিদ্দিক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ এবং রংপুর বেগম রোকেয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: ফেরদৌস আলম মুকুল। আরও উপস্থিত ছিলেন কমিউনিটি চক্ষু হাসপাতালের সহকারী নির্বাহী পরিচালক মো: ফয়জুর রহমান ।
বিনামূল্যে চক্ষু ক্যাম্পের মাধ্যমে ৭ জন চক্ষুছানি রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয় যাদেরকে ছানি অপারেশন করে উন্নতমানের লেন্স সংযোজন করা হবে।
COMMENTS