
এনএনবি, ঢাকা
এ বছর সারা দেশে প্রায় ৩৩ হাজার মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা
মণ্ডপের নিরাপত্তা জোরদারে বিশেষ একটি মোবাইল অ্যাপ চালু করছে সরকার। প্রতিটি
মণ্ডপে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা এই অ্যাপ ব্যবহার করবেন।
সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত
নেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রতিটি মণ্ডপে আনসার সদস্যদের
কাছে অ্যাপ ব্যবহারের সুযোগ থাকবে। নির্দিষ্ট আইডি ও পাসওয়ার্ড দিয়ে তারা ছবি
বা তথ্য আপলোড করলে সেটি তাৎক্ষণিকভাবে প্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং
আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে পৌঁছে যাবে। ফলে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।
বৈঠকে উপস্থিত পূজা উদ্যাপন কমিটির এক সদস্য জানান, তারা চেয়েছিলেন অ্যাপ
ব্যবহারে সভাপতি ও সাধারণ সম্পাদককেও যুক্ত করা হোক। তবে সরকারের পক্ষ থেকে
সেটি গ্রহণ করা হয়নি।
অন্য এক সদস্য বলেন, পূজা মণ্ডপের নিরাপত্তায় জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯, ১১১ ও
১০২–কেও যুক্ত করা হয়েছে। এসব হটলাইন থেকে পাওয়া তথ্য নাশকতা প্রতিরোধে কার্যকর
ভূমিকা রাখবে।
COMMENTS