
এনএনবি, ঢাকা
রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হয়েছে ১১তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) মেলা। রবিবার (১৯ মে, ২০২৪) সকালে সাত দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কারও প্রদান করেছেন তিনি।
গত বছর ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিভিন্ন শাখায় ভূমিকা রাখা ৭ উদ্যোক্তা পেয়েছেন জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৩। বিজয়ী ৭ উদ্যোক্তা হলেন:
১. বর্ষসেরা নারী মাইক্রো উদ্যোক্তা স্বপ্না রাণী সেন
২. বর্ষসেরা পুরুষ মাইক্রো উদ্যোক্তা মো. শাফাত কাদির
৩. বর্ষসেরা পুরুষ ক্ষুদ্র উদ্যোক্তা মো. ওয়ালিউল্লাহ ভূঁইয়া
৪. বর্ষসেরা ক্ষুদ্র নারী উদ্যোক্তা তাসলিমা মিজি
৫. বর্ষসেরা পুরুষ মাঝারি উদ্যোক্তা আশরাফ হোসেন মাসুদ
৬. বর্ষসেরা মাঝারি নারী উদ্যোক্তা সীমা সাহা
৭. বর্ষসেরা স্টার্ট আপ মদিনা আলী
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ উপলক্ষে বেশ কিছু ক্ষুদ্র, মাঝারি ও স্টার্ট-আপ উদ্যোক্তাদের হাতে ক্রেস্ট ও অ্যাক্রিডিটেশন সার্টিফিকেটসহ জাতীয় এসএমই পুরস্কার-২০২৩ হস্তান্তর করেন।
এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে ২৫ মে পর্যন্ত। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় তিন শতাধিক উদ্যোক্তা অংশ নিয়েছেন। মেলায় প্রায় ৬০ শতাংশ অংশগ্রহণকারী নারী উদ্যোক্তা। এসএমই মেলায় ১০০ শতাংশ দেশীয় পণ্য প্রদর্শন করা হবে। এবারের মেলায় সাড়ে তিন শতাধিক কোম্পানি অংশগ্রহণ করবে।
শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, এফবিসিসিআই-এর সভাপতি মাহবুবুল আলম এবং এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মোঃ মাসুদুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন ।
রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হয়েছে ১১তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) মেলা। রবিবার (১৯ মে, ২০২৪) সকালে সাত দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কারও প্রদান করেছেন তিনি।
গত বছর ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিভিন্ন শাখায় ভূমিকা রাখা ৭ উদ্যোক্তা পেয়েছেন জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৩। বিজয়ী ৭ উদ্যোক্তা হলেন:
১. বর্ষসেরা নারী মাইক্রো উদ্যোক্তা স্বপ্না রাণী সেন
২. বর্ষসেরা পুরুষ মাইক্রো উদ্যোক্তা মো. শাফাত কাদির
৩. বর্ষসেরা পুরুষ ক্ষুদ্র উদ্যোক্তা মো. ওয়ালিউল্লাহ ভূঁইয়া
৪. বর্ষসেরা ক্ষুদ্র নারী উদ্যোক্তা তাসলিমা মিজি
৫. বর্ষসেরা পুরুষ মাঝারি উদ্যোক্তা আশরাফ হোসেন মাসুদ
৬. বর্ষসেরা মাঝারি নারী উদ্যোক্তা সীমা সাহা
৭. বর্ষসেরা স্টার্ট আপ মদিনা আলী
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ উপলক্ষে বেশ কিছু ক্ষুদ্র, মাঝারি ও স্টার্ট-আপ উদ্যোক্তাদের হাতে ক্রেস্ট ও অ্যাক্রিডিটেশন সার্টিফিকেটসহ জাতীয় এসএমই পুরস্কার-২০২৩ হস্তান্তর করেন।
এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে ২৫ মে পর্যন্ত। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় তিন শতাধিক উদ্যোক্তা অংশ নিয়েছেন। মেলায় প্রায় ৬০ শতাংশ অংশগ্রহণকারী নারী উদ্যোক্তা। এসএমই মেলায় ১০০ শতাংশ দেশীয় পণ্য প্রদর্শন করা হবে। এবারের মেলায় সাড়ে তিন শতাধিক কোম্পানি অংশগ্রহণ করবে।
শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, এফবিসিসিআই-এর সভাপতি মাহবুবুল আলম এবং এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মোঃ মাসুদুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন ।
COMMENTS