![]() |
সীমান্ত পেরিয়ে বাংলাদেশে সশস্ত্র বিজিপি সদস্যের অনুপ্রবেশের সংখ্যা বেড়েছে। |
এনএনবি, ঢাকা
মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির জান্তা সরকারের সেনাসদস্যদের সঙ্গে
স্বাধীনতাকামী বিদ্রোহী গোষ্ঠীগুলোর চলমান সংঘাতে দেশটির সীমান্তরক্ষী বাহিনী
বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ১১৪ জন সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
এ নিয়ে বাংলাদেশে অস্ত্রসহ ঢুকে পড়া বিজিপি সদস্যের সংখ্যা দাঁড়াল ২২৯ জনে।
রবিবার (৪ ফেব্রুয়ারি, ২০২৪) থেকে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি, ২০২৪) ভোর পর্যন্ত
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজিপির সদস্য সংখ্যা ছিল ১১৩। পরে
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আরও দুজন বিজিপির সদস্যকে রিসিভ করলে সে সংখ্যা
দাঁড়ায় ১১৫। সর্বশেষ সকাল সাড়ে ১০টার দিকে আরও ১১৪ জন সশস্ত্র বিজিপি সদস্য
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতবিল সীমান্ত দিয়ে প্রবেশ করেন।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি, ২০২৪) বেলা ১১টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)
জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য গণমাধ্যমকে জানান।
তিনি আরও জানান, ‘মিয়ানমারের অভ্যন্তরে ক্ষমতাসীন জান্তা বাহিনী ও বিদ্রোহীদের
চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত দেশটির বর্ডার গার্ড পুলিশের ২২৯ জন সদস্য
বাংলাদেশে প্রবেশ করেছে। বিজিবি সদস্যরা তাদের সবাইকে নিরস্ত্রীকরণ করে নিরাপদ
আশ্রয়ে নিয়েছেন।’
এদিকে, একইসময়ে মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা মর্টার শেলের আঘাতে দুজন বাংলাদেশি মৃত্যুর ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করে কড়া
প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মিয়া মুহাম্মদ মাইনুল
কবির মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানান। দুজন বাংলাদেশির মৃত্যুর ঘটনা ছাড়াও সীমান্তে চলমান
পরিস্থিতির কারণে বাংলাদেশের উদ্বেগের কথাও জানান তিনি।
COMMENTS