![]() |
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম কিনতে প্রার্থীদের ভীর। ছবি: আশরাফুল আলম |
এনএনবি, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে
আওয়ামী লীগ। মনোনয়ন ফরম বিক্রি হচ্ছে ৫০ হাজার টাকা করে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি, ২০২৪) সকাল ১০টা থেকে রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু
অ্যাভিনিউতে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু
করে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও
চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন
ফরম বিতরণ করা হচ্ছে। মনোনয়ন ফরম পূরণ শেষে সব বিভাগের মনোনয়ন ফরম নিচ তলায় জমা
নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
এদিন মনোনয়ন ফরম কিনেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, সোহানা সাবা, নিপুন আক্তার ও
শাহনূর।
সকাল সোয়া ১০টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয়
কার্যালয়ের দোতলা থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন চিত্রনায়িকা সোহানা সাবা।
ফরম সংগ্রহ শেষে তিনি বলেন, ‘আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ১৩ বছর বয়সে
মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। তিনি শুধু আওয়ামীলীগপন্থিই ছিলেন না, তিনি দেশপ্রেমিক
ছিলেন। দেশের কথা ভাবলে আওয়ামী লীগের কথা ভাবতে হবে।এটা ছাড়া অন্য কোনো উপায়
নেই।’
মনোনয়ন পেলে কিভাবে মানুষের সেবা করবেন গনমাধ্যমের এই প্রশ্নের জবাবে সোহানা সাবা
বলেন, ‘আমরা নতুন জেনারেশন দেশ-বিদেশ ঘুরে বেড়াই। আমরা যা দেখি দেশকে ও দেশের
মানুষকে সেভাবে দেখতে চাই।’
তিনি আরও বলেন, ‘সাধারণ মানুষের মতোই আমি হাঁটা-চলা করি। পাঁচ টাকার জিনিস আমি
ফুটপাত থেকে কিনি। সেই অভিজ্ঞতাও আমার আছে। আমি সত্যিকারের খেটেখাওয়া মানুষ। আমি
মানুষের জন্যই কাজ করবো।’
বেলা ১১টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন
চিত্রনায়িকা অপু বিশ্বাস।
এ সময় তিনি বলেন, ‘রাজশাহী বিভাগের বগুড়া জেলা থেকে মনোনয়নপত্র কিনলাম আমি। আমার
এলাকার মানুষ আমাকে অনেক সহযোগিতা করেছেন। দোয়া রাখবেন, আমি যেন এলাকার মানুষের
পাশে দাঁড়াতে পারি। আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে যেন
কাজ করতে পারি।’
অপু বিশ্বাস আরও বলেন, ‘নিজেকে রাজনীতির সঙ্গে জড়াতে পারা এবং মুক্তিযুদ্ধের
স্বপক্ষে থাকতে পারা আমার জন্য সৌভাগ্য বলে মনে করি। মনোনয়ন ফরম সংগ্রহ করলাম।
বাকিটা মহান আল্লাহ তা’আলার ইচ্ছা।’
এদিকে দুপুরে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন
চিত্রনায়িকা নিপুন আক্তার।
তিনি চট্টগ্রাম বিভাগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। এসময় নিপুন আক্তারের সাথে
উপস্থিত ছিলেন চিত্রনায়ক রিয়াজ।
এ ছাড়া মনোনয়ন ফরম কিনেছেন চিত্রনায়িকা সৈয়দা কামরুন নাহার শাহনূর।
তিনি বলেন, ‘আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সঙ্গে
দীর্ঘদিন ধরে জড়িত। বিরোধী দলের আগুন সন্ত্রাসের বিরুদ্ধেও সক্রিয়ভাবে মাঠি
ছিলাম। আমি নিজেও সামাজিক কাজের সঙ্গে যুক্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে
মনোনীত করলে আমি তার কথা অনুসারে কাজ করতে চাই। নারীদের জন্যও কাজ করতে চাই।’
এদিকে দুপুর ৩টার দিকে ময়মনসিংহ বিভাগ থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী, অভিনেত্রী মেহের আফরোজা শাওন। তিনি বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলা থেকে ফরম সংগ্রহ করেন।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি, ২০২৪) বিকেল ৪টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা
দেওয়া যাবে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে
বিকেল ৪টা পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
COMMENTS