![]() |
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। |
এনএনবি, গোপালগঞ্জ
নতুন করে আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান
সিদ্দিকী।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি, ২০২৪) সকালে নৌ পথে নতুন করে ৬৫ জন রোহিঙ্গা বাংলাদেশে
প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের প্রতিহত করে। রোহিঙ্গাদের বাংলাদেশে
অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক আছে বলে জানান বিজিবি মহাপরিচালক।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি, ২০২৪) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার
সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদনের গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
বিজিবি মহাপরিচালক আরও বলেন, ‘আমরা ধৈর্য ধারণ করে, মানবিক দিক থেকে এবং
আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় রেখে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছি। আমাদের
প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনা সে রকমই।’
তিনি বলেন, ‘গতকাল রাত পর্যন্ত ১১৫ জন বিজিপি, মিয়ানমার সেনাবাহিনী এবং অন্যান্য
সদস্যরা আমাদের কাছে আশ্রয় নিয়েছে। আজ সকালে আরও ১১৪ জন যোগ হয়েছে। ২২৯ জন আশ্রয়
নিয়েছিলেন, পরবর্তীতে আজ দুপুরের মধ্যে আরও ৩৫ জন যোগ হয়ে বর্তমানে ২৬৪ জন আছেন। তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এরমধ্যে ১৫ জন আহত ছিল। তাদের মধ্যে ৮ জন গুরুতর আহত ছিল, ৪ জনকে কক্সবাজার ও ৪ জনকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বিজিবির পক্ষ থেকে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।’
COMMENTS