রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (আরপিএমপি'র) তাজহাট থানা পরিদর্শন করে থানার সকল পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন।
গতকাল মঙ্গলবার বিকেলে আরপিএমপি কমিশনার মোঃ মনিরুজ্জামান সাথে আরপিএমপির তাজহাট থানা থানার সকল পুলিশ সদস্যদের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তাজহাট থানার পক্ষ থেকে সম্মানিত পুলিশ কমিশনার মহোদযক ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। সালামি গ্রহণ শেষে তিনি গার্ড পরিদর্শন করেন।
পরবর্তীতে মতবিনিময় সভায় পুলিশ কমিশনার নগরী থেকে মাদক এবং জুয়া নির্মূলের বিষয়ে বিশেষভাবে গুরুত্বারোপ করেন। তিনি সকল পুলিশ সদস্যকে জনগণের সাথে ভালো আচরণ করা, তাদেরকে হয়রানি না করা, তাদেরকে সর্বোচ্চ সেবা দান করার বিষয় উল্লেখ করেন । তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নীতকরণে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। সর্বোপরি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনগণের পুলিশ হওয়ার জন্য এবং তাঁর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে কাজ করার জন্য সকলকে আহ্বান জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।
এসময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্)উত্তম কুমার পাল পিপিএম; উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ আবু মারুফ হোসেন; অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, অফিসার ইনচার্জসহ অন্যান্য পদবীর পুলিশ সদস্যবৃন্দ।ং তাঁর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিযয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।
COMMENTS