আগামী ১৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন সম্পর্কে রংপুরে সিভিল সার্জন ও সিটি কর্পোরেশন পুথক সংবাদ সম্মেলনের আয়োজন করে । আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে ও বেলা ১২ টায় সিটি কর্পোরেশনের হলরুমে সংবাদ সম্মেলন করে ৪ লাখ ৯০ হাজার শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে এ সব তথ্য জানানো হয়।
জেলা সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির সংবাদ সম্মেলনে জানান, আগামী ১৮জুন সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত রংপুর জেলায় ৩৯৯ জন পরিবার পরিকল্পন কর্মী, ৩৬৩জন স্বাস্থ্য কর্মী, ৩৭৮৫জন স্বেচ্ছাসেবক দ্বারা ১৮৩১টি কেন্দ্রে ৬মাস হতে ১১ মাস বয়সের ৫৫২২৫ জন, প্রতিবন্ধী ১৬৩জন শিশুর মাঝে নীল রঙের (১ লক্ষ আই,ইউ) ১২মাস হতে ৫৯মাস বয়সের ৩০৪১৫০ জন, প্রতিবন্ধী ৭৫৭ জন শিশুর মাঝে লাল রঙের (২লক্ষ আই,ইউ) ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ সময় অতিরিক্ত সিভিল সার্জন ডাঃ রুহুল আমীন, মেডিকেল অফিসার ডাঃ নুর জাহান বিনতে ইসলামসহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।
অপদিকে রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র তৌহিদুল ইসলাম সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলেন, রংপুর সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডে ২৯৭টি কেন্দ্রে, ৩৩ জন প্রথম সারির, ৭জন দ্বিতীয় সারির, ৪জন তৃতীয় সারির সুপার ভাইজার, ৫৯৪জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীর মাধ্যমে ১৮জুন ১দিন ব্যাপী ১লাখ ২৯ হাজার ৫০০জন শিশুকে ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১মাস বয়সের ২০হাজার শিশুকে নীল রঙ ও ১২-৫৯ মাস বয়সের শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এ সময় প্যানেল মেয়র মাহবুবার রহমান মঞ্জু, সাবেক প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান এবনে তাজ, স্যানিটারি ইন্সপেক্টর (শাখা প্রধান) আব্দুল কাইয়ুমসহ রসিকের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
COMMENTS