রংপুরে যথাযোগ্য মর্যাদায় গত শনিবার পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে। ঈদের নামাজ শেষে বিভিন্ন ঈদ জামায়াতের মুসল্লিবৃন্দ পরস্পরের মধ্যে কোলাকুলি করে ঈদের আনন্দ প্রকাশ এবং শুভেচ্ছা বিনিময় করেন।
রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামায়াত কালেক্টরেট ঈদগাহে সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হয়। হাফেজ মাওলানা হাফিজুল ইসলাম এখানে ইমামতি করেন। এছাড়া সকাল ১০ টা পর্যন্ত নিজেদের স্থানীয় সুবিধামত সময়ে রংপুর মহানগরী এবং জেলার ৮ উপজেলার প্রায় ৬ হাজার বিভন্ন ঈদ জামায়াতে ধর্মপ্রাণ মুসল্লিগন পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। এই অঞ্চলে রংপুর মহানগরীর দামোদরপুর বড় ময়দানে এবং গঙ্গাচড়া উপজেলার তালুক হাবু ঈদগাহ ময়দানে সবচেয়ে বড় জামায়াতে অর্ধ লক্ষাধিক কোরে মুসল্লির সমাগম ঘটে।
রংপুরে কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের জামায়াতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ ডব্লিউ এম রায়হান শাহ্। ঈদের জামায়াতে খুতবা শেষে বিশ্বব্যাপী মুসলমানদের ওপর জুলুম, নিপিড়ন, দমন, নির্যাতন বন্ধ এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর প্রধান সড়ক ও সড়ক দ্বীপ সমূহে জাতীয় পতাকা ও ঈদ মোবারক লেখা পতাকা দিয়ে সাজানো হয়। এছাড়া ঈদ আনন্দ ভাগাভাগি করতে জেলার সকল হাসপাতাল, এতিম খানা, কারাগার ও শিশু পরিবার গুলোতে বিশেষ খাবার পরিবেশন করা হয়। এ উপলক্ষ্যে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্র তিনদিন ব্যাপী ঈদের বিশেষ অনুষ্ঠান মালা প্রচার করে।
COMMENTS