রংপুর থেকে রুকসানা রাফা
রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র আয়োজনে রংপুর ক্রিকেট গার্ডেন সংলগ্ন মাঠে রংপুর অঞ্চলের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ, উদ্যোক্তাদের পণ্যের মানোন্নয়ন ও বহুমুখীকরণসহ পণ্যের উৎপাদন, বিকাশ, পণ্যের প্রদর্শন, পরিচিতি ও প্রসার এবং ক্রেতা-বিক্রেতাদের মধ্যে পারস্পারিক সু-সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে বিভাগীয় শহর রংপুরে মাসব্যাপী রংপুর শিল্প ও বাণিজ্য মেলা-২০২৩ উদ্বোধন করা হয় । রোববার দুপুরে মাসব্যাপী এ শিল্প ও বাণিজ্য মেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ও রংপুরের কৃতি সন্তান টিপু মুন্শি, এমপি।
রংপুর চেম্বার সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ আবু মারুফ হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখার আহ্বায়ক এ কে এম ছায়াদত হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর মহানগর শাখার আহ্বায়ক ডাঃ মোঃ দেলোয়ার হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ও রংপুর চেম্বারের সাবেক সভাপতি মোঃ আবুল কাশেম ও বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা, রংপুর এর সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ আনোয়ারুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও চেম্বার সভাপতি মেলার প্রধান ফটকে ফুলের ফিতা কেটে এবং বেলূন উড়িয়ে মাসব্যাপী রংপুর শিল্প ও বাণিজ্য মেলা-২০২৩ এর শুভ উদ্বোধন ঘোষনা করেন।
উদ্বোধীন অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী টিপু মুনশি বলেন, বিশ^ব্যাপী কৃষি পণ্য ব্যবহারের মাধ্যমে দ্রুত সম্প্রসারিত হচ্ছে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প। রংপুর অঞ্চলে রয়েছে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপনের উজ্জ্বল সম্ভাবনা। তাই তিনি রংপুরের উদ্যোক্তাদেরকে কৃষি পণ্য ব্যবহারের মাধ্যমে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপনে এগিয়ে আসার আহ্বান জানান। কেননা আগামীতে বিশ^ বাণিজ্যে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প শীর্ষ স্থান দখল করবে বলে মতামত ব্যক্ত করেন। ইতিমধ্যে বর্তমান সরকার রংপুর বিভাগে কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পের গুরুত্ব বিবেচনা করে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়ন কাজ করে যাচ্ছে। তিনি বলেন বর্তমান সরকার ব্যবসা বান্ধব সরকার, সরকার উদ্যোক্তাদের ব্যবসা তৈরি করে দেয় না কেবলমাত্র ব্যবসায়ীক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পরিশেষে তিনি বলেন, রংপুর চেম্বার দীর্ঘদিন যাবৎ রংপুর অঞ্চলে শিল্পায়নের যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তা ভবিষ্যতে আরো বেগবান করার আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর চেম্বার পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও পরিচালকবৃন্দ, চেম্বারের শিল্প উদ্যোক্তা ও উন্নয়ন উপ-পরিষদের সদস্যবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুধিজন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, মেলায় বিভিন্ন পণ্যের ১৯৬টি স্টলের পাশাপাশি মেলায় আগত দর্শনার্থীদেও জন্য চিত্ত বিনোদনেরও ব্যবস্থা রয়েছে।
COMMENTS