
এনএনবি, ঢাকা
রাজধানী ঢাকার সরকারি সাত কলেজের জন্য প্রস্তাবিত নতুন ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদান হবে হাইব্রিড পদ্ধতিতে, যেখানে ৪০ শতাংশ ক্লাস অনলাইনে এবং ৬০ শতাংশ সশরীরে অনুষ্ঠিত হবে।
সোমবার (৪ আগস্ট, ২০২৫) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মজিবর রহমান এই তথ্য জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা সশরীরে হবে এবং প্রথম চার সেমিস্টারে শিক্ষার্থীরা নন-মেজর কোর্স পড়বে, পরবর্তী চার সেমিস্টারে মেজর কোর্স করবেন। পঞ্চম সেমিস্টারে শর্তপূরণের ভিত্তিতে ডিসিপ্লিন পরিবর্তনের সুযোগ থাকবে।
নতুন বিশ্ববিদ্যালয় চারটি স্কুল ভিত্তিক হবে, যেখানে সাত কলেজকে চারটি স্কুলে বিভক্ত করে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে—
- স্কুল অব সায়েন্স: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
- স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিস: সরকারি তিতুমীর কলেজ
- স্কুল অব বিজনেস: সরকারি তিতুমীর কলেজ
- স্কুল অব ল অ্যান্ড জাস্টিস: কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ
শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর নিয়োগ কেন্দ্রীয়ভাবে হবে, এবং প্রতিটি কলেজে আধুনিক লাইব্রেরি, ক্যাফেটেরিয়া, মেডিকেল সেন্টার ও পরিবহন ব্যবস্থা থাকবে।
বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম একাডেমিক কাউন্সিল, সিনেট ও সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হবে। কলেজ পর্যায়ের শিক্ষকরাই পাঠদান চালিয়ে যাবেন; তবে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হওয়ার পর বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
নতুন বিশ্ববিদ্যালয়ের জন্য এ বছরের মধ্যেই অধ্যাদেশ জারি হবে। এবারের ভর্তি কার্যক্রম চলতি নিয়মেই পরিচালিত হবে।
এর আগে ২০১৭ সালে সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েও সংকট বাড়ায় শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। গত বছর উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি এই প্রস্তাব দেয়।
সংবাদ সম্মেলনে ইউজিসি চেয়ারম্যান এস এম এ ফায়েজ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক তানজীম উদ্দীন খান, সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াসসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
COMMENTS