
এনএনবি, চট্টগ্রাম
সাবেক সেনাপ্রধান ও ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট এম হারুন-অর-রশীদ মৃত্যুবরণ করেছেন।
সোমবার (৪ আগস্ট, ২০২৫) দুপুরে চট্টগ্রামের অভিজাত চট্টগ্রাম ক্লাবের গেস্টহাউসের একটি কক্ষ থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
ক্লাব সূত্রে জানা গেছে, তিনি গতকাল রবিবার (৪ আগস্ট, ২০২৫) বিকালে ডেসটিনির একটি মামলায় আদালতে হাজিরা দিতে চট্টগ্রামে আসেন এবং ক্লাবের ৩০৮ নম্বর কক্ষে একা অবস্থান করছিলেন। সকাল পর্যন্ত তার কক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় ক্লাব কর্তৃপক্ষ উদ্বিগ্ন হয়ে ওঠে। পরে দুপুর ১২টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে কক্ষের দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।
চট্টগ্রাম ক্লাবের প্রধান নির্বাহী আশরাফ উদ্দিন ও কোতোয়ালি থানার ওসি আবদুল করিম জানান, সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী, এটি একটি স্বাভাবিক মৃত্যু।
হারুন-অর-রশীদ ১৯৪৮ সালের ১৫ ফেব্রুয়ারি চট্টগ্রামের হাটহাজারীর ধলই ইউনিয়নে জন্মগ্রহণ করেন। পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং বীর প্রতীক খেতাব লাভ করেন।
২০০০ সালের ডিসেম্বর থেকে ২০০২ সালের জুন পর্যন্ত তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব পালন করেন। অবসরের পর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব এবং ২০০৬ সালে ডেসটিনি গ্রুপে প্রেসিডেন্ট পদে যোগ দেন।
২০১২ সালে ডেসটিনির দুর্নীতি কেলেঙ্কারির পর তাকে কারাগারে যেতে হয় এবং ২০২২ সালের ১২ মে অর্থ আত্মসাত মামলায় চার বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। সাবেক সেনাশাসক এইচ এম এরশাদের পর তিনিই প্রথম সাবেক সেনাপ্রধান, যিনি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান।
COMMENTS