আশিকুর রহমান, নরসিংদী
নরসিংদী-৩ (শিবপুর) আসনের সাবেক সংসদ সদস্য মোঃ সিরাজুল ইসলাম মোল্লা ওরফে ডলার সিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর আসাদ গেইট সংলগ্ন পিপলস ইউনিভার্সিটি থেকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার পরিদর্শক ওসি (তদন্ত) হাফিজুর রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, রাজধানীর আসাদ গেইটে সোমবার সন্ধ্যায় পিপলস ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লাকে আটক করে পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেয়। পরে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে তাকে গ্রেপ্তার করে। পরে পুলিশ সেনাবাহিনীর সহায়তায় তাকে থানায় নিয়ে আসেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা ও হত্যাচেষ্টা সহ একাধিক মামলা রয়েছে। এরমধ্যে নারায়ণগঞ্জে দুটি হত্যা মামলায় নারায়ণগঞ্জ পুলিশকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়। তারা সাবেক সিরাজ মোল্লাকে নারায়ণগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করবেন বলে জানান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদী-৩ (শিবপুর) আসনে দ্বিতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়ছিলেন সিরাজুল ইসলাম মোল্লা ওরফে ডলার সিরাজ।
এর আগে, তিনি ২০১৪ সালেও আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র নির্বাচন করে এমপি হয়েছিলেন।
COMMENTS