![]() |
স্ত্রী-কন্যাদের সঙ্গে বেনজীর আহমেদ। ছবি: সংগৃহীত |
এনএনবি, ঢাকা
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের স্ত্রী জিসান মির্জা, দুই মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর ও তাশিন রাইসা বিনতে বেনজীর হাজির হননি দুর্নীতি দমন কমিশনে (দুদক)।
জিজ্ঞাসাবাদের জন্য সোমবার (২৪ জুন, ২০২৪) সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে ডাকা হয়েছিল তাদের। সংশ্লিষ্ট কর্মকর্তারা সকাল ১০টা থেকে অপেক্ষায় ছিলেন বেনজীর আহমেদের স্ত্রী ও সন্তানরা আসবেন বলে। দ্বিতীয় দফা সময় পাওয়ার পরও দুদকে হাজির হননি তাঁরা।
এর আগে রবিবার (২৩ জুন, ২০২৪) বেনজীর আহমেদকে দুদকে হাজির হওয়ার জন্য ডাকা হয়েছিল, কিন্তু তিনিও হাজির হননি। তিনি না এসে গত শুক্রবার (২১ জুন, ২০২৪) দুদক চেয়ারম্যান বরাবর একটি চিঠিতে নিজেকে নির্দোষ দাবি করে অভিযোগ থেকে অব্যাহতি চান। যদিও বেনজীরের সে আবেদন নাকচ করে দেওয়া হয়েছে।
এ প্রসংঙ্গে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন বলেন, ‘একটি চিঠির মাধ্যমে বেনজীর আহমেদ তার অবস্থান ব্যাখ্যা করেছেন। চিঠিটি সংস্থার চেয়ারম্যান ও কমিশনার বরাবর দিয়েছেন। গত পরশু দিয়েছেন এ চিঠি। আর সময় দেয়া বিবেচ্য বিষয় নয়। মামলার বিষয়ে তদন্ত টিমের সুপারিশ পর্যালোচনা করবে দুদক।’
এছাড়া, বেনজীর আহমেদ রবিবার দুদকে হাজির না হওয়ায় আইন অনুযায়ী তার বিরুদ্ধে তদন্তদল ব্যবস্থা নেবে বলেও জানান দুদক সচিব।
উল্লেখ, বেনজীর আহমেদের বিরুদ্ধে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ এনে জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশ হয় গত মার্চে।
গত ২২ এপ্রিল, ২০২৪ বেনজীর, তার স্ত্রী জিসান মির্জা, দুই মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর ও তাশিন রাইসা বিনতে বেনজীরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। সংস্থাটির প্রধান কার্যালয়ের উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিশেষ অনুসন্ধান টিম অভিযোগের বিষয়ে অনুসন্ধান করছে। টিমের অন্য দুই সদস্য হলেন সহকারী পরিচালক নিয়ামুল আহসান গাজী ও জয়নাল আবেদীন।
দুদকের আবেদনের প্রেক্ষিতে গত ২৩ ও ২৬শে মে বেনজীর, তার স্ত্রী ও দুই কন্যার নামে থাকা অবৈধ বিশাল সম্পদ জব্দের আদেশ দেন আদালত। একইসঙ্গে তাদের ব্যাংক হিসাব ও শেয়ার অবরুদ্ধ করারও আদেশ দেওয়া হয়। বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যরা গত ৬ ও ৯ জুন দুদকে হাজির হওয়ার কথা থাকলেও, হাজির না হয়ে প্রতিনিধির মাধ্যমে চিঠি পাঠিয়ে সময় আবেদন করেন। এরপর তাদের আবেদনের প্রেক্ষিতে ২৩ ও ২৪ জুন হাজিরার দিন নির্ধারণ করে দুদক।
COMMENTS