শেখ হাসিনা ও শেখ রেহানা। শুক্রবার (১০ মে, ২০২৪) টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে। |
এনএনবি
অবসর গ্রহণের পর দুই বোন মিলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বসবাস করার আগ্রহের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, টুঙ্গিপাড়ার মানুষের কাছে আমি কৃতজ্ঞ। কারণ আমার কাজগুলো তারা করে দেন, আমি তো সারাদেশ নিয়ে ভাবি। তারপরও টুঙ্গিপাড়া এলে ভালো লাগে। ছোটবেলার কথা মনে পড়ে। যখন আমি অবসর পাবো, টুঙ্গিপাড়া এসে থাকবো। এ সময় পাশে বসা শেখ রেহানাকে দেখিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা দুই বোনই টুঙ্গিপাড়া এসে থাকবো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দাড়িয়ারকুল একটি বাড়ি একটি খামার প্রকল্পের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।
তিনি বলেন, আমরা চাই, সারা বাংলাদেশে এইভাবে মানুষকে সঙ্গে নিয়ে যৌথ উৎপাদন বৃদ্ধি করা, মানুষের খাদ্য নিশ্চয়তা, ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং জীবনমান উন্নয়ন। যেটা জাতির পিতার স্বপ্ন ছিলো।
অবসর গ্রহণের পর দুই বোন মিলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বসবাস করার আগ্রহের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, টুঙ্গিপাড়ার মানুষের কাছে আমি কৃতজ্ঞ। কারণ আমার কাজগুলো তারা করে দেন, আমি তো সারাদেশ নিয়ে ভাবি। তারপরও টুঙ্গিপাড়া এলে ভালো লাগে। ছোটবেলার কথা মনে পড়ে। যখন আমি অবসর পাবো, টুঙ্গিপাড়া এসে থাকবো। এ সময় পাশে বসা শেখ রেহানাকে দেখিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা দুই বোনই টুঙ্গিপাড়া এসে থাকবো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দাড়িয়ারকুল একটি বাড়ি একটি খামার প্রকল্পের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।
তিনি বলেন, আমরা চাই, সারা বাংলাদেশে এইভাবে মানুষকে সঙ্গে নিয়ে যৌথ উৎপাদন বৃদ্ধি করা, মানুষের খাদ্য নিশ্চয়তা, ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং জীবনমান উন্নয়ন। যেটা জাতির পিতার স্বপ্ন ছিলো।
COMMENTS