
জহির রায়হান
ময়মনসিংহ
উৎসব ম‚খর পরিবেশে ময়মনসিংহে ২য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহ সদর, মুক্তাগাছা ও গৌরীপুর উপজেলা প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (০২ মে, ২০২৪) ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে সদর উপজেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আরিফুল হক মৃদুল লটারির মাধ্যমে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।
ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মধ্যে বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফ হোসাইন স্বতন্ত্র (ঘোড়া), সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ স্বতন্ত্র (দোয়াত), জেলা ছাত্রলীগের সাবেক সদস্য আল আমিন আলভি স্বতন্ত্র (আনারস), মোঃ মনিরুজ্জামান স্বতন্ত্র (জোড়া ফুল), হোসাইন ন‚র মুহাম্মদ স্বতন্ত্র (মটরসাইকেল)। ভাইস চেয়ারম্যান পদে ৭ প্রার্থী পেয়েছেন- এম এ মোতালেব হোসেন স্বতন্ত্র (টিউবওয়েল), ওয়াহিদুজ্জামান মিলন স্বতন্ত্র (টিয়া পাখি), মোঃ নাদিম মাহমুদ স্বতন্ত্র (বই), মোঃ মিজানুর রহমান স্বতন্ত্র (উড়োজাহাজ), মোঃ মোস্তাফিজুর রহমান স্বতন্ত্র (চশমা), মোঃ রফিকুল ইসলাম স্বতন্ত্র (মাইক), শরিফ উদ্দিন স্বতন্ত্র (তালা)। মহিলা ভাইস চেয়ারম্যান সদস্য পদে আফরোজা হক কলি স্বতন্ত্র (কলস) ও তাহমিনা সুলতানা কাজল স্বতন্ত্র (হাঁস) প্রতিক পেয়েছেন।
গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর মধ্যে এইচ.এম. খায়রুল বাসার স্বতন্ত্র পেয়েছেন (ঘোড়া), মোঃ মোফাজ্জল হোসেন পেয়েছেন (দোয়াত-কলম) ও সোমনাথ সাহা পেয়েছেন (আনারস)। ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী তার মধ্যে মোহাম্মদ মাহবুবুর রহমান পেয়েছেন (টিউবওয়েল), মোঃ জহিরুল হুদা (চশমা), মোঃ সোহেল রানা (পালকি) ও হারুন অর রশিদ পেয়েছেন (মাইক)। মহিলা ভাইস চেয়ারম্যান সদস্য পদে ৬ জন, তাসলিমা পেয়েছেন (কলস), দিলুয়ারা আক্তার পেয়েছেন (পদ্মফুল), নিলুফা ইয়াছমিন পেয়েছেন (হাঁস), পরশ মনি পেয়েছেন (ফুটবল), মোছাঃ ফেরদৌসী নাসরিন পেয়েছেন (বৈদ্যুতিক পাখা) ও সালমা আক্তার পেয়েছেন (প্রজাপতি)।
মুক্তাগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ প্রার্থীর মধ্যে দেবাশীষ ঘোষ পেয়েছেন (হেলিকপ্টার), মুহাম্মদ রেজাউল করিম পেয়েছেন (আনারস), মোঃ আব্দুল হাই আকন্দ পেয়েছেন (মটরসাইকেল), মোঃ আরব আলী পেয়েছেন (দোয়াত-কলম) ও মোঃ শহিদুল ইসলাম পেয়েছেন (ঘোড়া)। ভাইস চেয়ারম্যান পদে ৬ জন, মোঃ আবুবকর সিদ্দিক পেয়েছেন (তালা), মোঃ আঃ বাতেন পেয়েছেন (উড়োজাহাজ), মোঃ জাহিদুল ইসলাম পেয়েছেন (টিউবওয়েল), মোঃ জাহিদুল ইসলাম পেয়েছেন (চশমা), মোঃ মনিরুজ্জামান পেয়েছেন (টিয়া পাখি) ও মোঃ মাহমুদুল হাসান মুকুল পেয়েছেন (মাইক)। মহিলা ভাইস চেয়ারম্যান সদস্য ৫ পদে জন, ইসরাত জাহান পেয়েছেন (ফুটবল), নাজমুন নাহার পেয়েছেন (পদ্মফুল), মুর্শিদা আক্তার কাকলী পেয়েছেন (কলস), মোছাঃ মর্জিনা বেগম পেয়েছেন (প্রজাপতি) ও লাভলী ইয়াসমিন পেয়েছেন (হাঁস)। প্রচার প্রচারনা শেষে ২১ মে মঙ্গলবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ময়মনসিংহ
উৎসব ম‚খর পরিবেশে ময়মনসিংহে ২য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহ সদর, মুক্তাগাছা ও গৌরীপুর উপজেলা প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (০২ মে, ২০২৪) ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে সদর উপজেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আরিফুল হক মৃদুল লটারির মাধ্যমে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।
ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মধ্যে বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফ হোসাইন স্বতন্ত্র (ঘোড়া), সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ স্বতন্ত্র (দোয়াত), জেলা ছাত্রলীগের সাবেক সদস্য আল আমিন আলভি স্বতন্ত্র (আনারস), মোঃ মনিরুজ্জামান স্বতন্ত্র (জোড়া ফুল), হোসাইন ন‚র মুহাম্মদ স্বতন্ত্র (মটরসাইকেল)। ভাইস চেয়ারম্যান পদে ৭ প্রার্থী পেয়েছেন- এম এ মোতালেব হোসেন স্বতন্ত্র (টিউবওয়েল), ওয়াহিদুজ্জামান মিলন স্বতন্ত্র (টিয়া পাখি), মোঃ নাদিম মাহমুদ স্বতন্ত্র (বই), মোঃ মিজানুর রহমান স্বতন্ত্র (উড়োজাহাজ), মোঃ মোস্তাফিজুর রহমান স্বতন্ত্র (চশমা), মোঃ রফিকুল ইসলাম স্বতন্ত্র (মাইক), শরিফ উদ্দিন স্বতন্ত্র (তালা)। মহিলা ভাইস চেয়ারম্যান সদস্য পদে আফরোজা হক কলি স্বতন্ত্র (কলস) ও তাহমিনা সুলতানা কাজল স্বতন্ত্র (হাঁস) প্রতিক পেয়েছেন।
গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর মধ্যে এইচ.এম. খায়রুল বাসার স্বতন্ত্র পেয়েছেন (ঘোড়া), মোঃ মোফাজ্জল হোসেন পেয়েছেন (দোয়াত-কলম) ও সোমনাথ সাহা পেয়েছেন (আনারস)। ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী তার মধ্যে মোহাম্মদ মাহবুবুর রহমান পেয়েছেন (টিউবওয়েল), মোঃ জহিরুল হুদা (চশমা), মোঃ সোহেল রানা (পালকি) ও হারুন অর রশিদ পেয়েছেন (মাইক)। মহিলা ভাইস চেয়ারম্যান সদস্য পদে ৬ জন, তাসলিমা পেয়েছেন (কলস), দিলুয়ারা আক্তার পেয়েছেন (পদ্মফুল), নিলুফা ইয়াছমিন পেয়েছেন (হাঁস), পরশ মনি পেয়েছেন (ফুটবল), মোছাঃ ফেরদৌসী নাসরিন পেয়েছেন (বৈদ্যুতিক পাখা) ও সালমা আক্তার পেয়েছেন (প্রজাপতি)।
মুক্তাগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ প্রার্থীর মধ্যে দেবাশীষ ঘোষ পেয়েছেন (হেলিকপ্টার), মুহাম্মদ রেজাউল করিম পেয়েছেন (আনারস), মোঃ আব্দুল হাই আকন্দ পেয়েছেন (মটরসাইকেল), মোঃ আরব আলী পেয়েছেন (দোয়াত-কলম) ও মোঃ শহিদুল ইসলাম পেয়েছেন (ঘোড়া)। ভাইস চেয়ারম্যান পদে ৬ জন, মোঃ আবুবকর সিদ্দিক পেয়েছেন (তালা), মোঃ আঃ বাতেন পেয়েছেন (উড়োজাহাজ), মোঃ জাহিদুল ইসলাম পেয়েছেন (টিউবওয়েল), মোঃ জাহিদুল ইসলাম পেয়েছেন (চশমা), মোঃ মনিরুজ্জামান পেয়েছেন (টিয়া পাখি) ও মোঃ মাহমুদুল হাসান মুকুল পেয়েছেন (মাইক)। মহিলা ভাইস চেয়ারম্যান সদস্য ৫ পদে জন, ইসরাত জাহান পেয়েছেন (ফুটবল), নাজমুন নাহার পেয়েছেন (পদ্মফুল), মুর্শিদা আক্তার কাকলী পেয়েছেন (কলস), মোছাঃ মর্জিনা বেগম পেয়েছেন (প্রজাপতি) ও লাভলী ইয়াসমিন পেয়েছেন (হাঁস)। প্রচার প্রচারনা শেষে ২১ মে মঙ্গলবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
COMMENTS